আমাদের কথা খুঁজে নিন

   

শীত এলেই তবু ভুল করে ফিরে আসে সেইসব মধুযামিনী।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শীতের রাত্রি গড়ায়, টুপটাপ কুয়াসায় ক্রমশ নিস্তদ্ধতা আসে, বহুদূর অতীতের কণ্ঠস্বর মৃদ থেকে মৃদতর হয় কর্ণকুহুরে অজস্র রঙিন বিকেলের ফুরফুর কিছু অনুভব হৃদয়ে ভাসে কে যেন আলগোছে তুলে নেয় রঙিন পালকিতে আমারে। মনে হয় কত কত দিন কত কত রাত্রি তুমি আর আমি প্রথম ফুলের ঘ্রাণের মতোন সুবাসে বিমোহিত দৃজন কী যে ঘোরের ভেতর গেছে আমাদের মুধযামিনী আমাদের দুজনার জীবন গড়ার কত শত পণ।

দিনগুলো কবে ফিকে হয়ে এলো, হয়ে এলো বিবর্ণ আমাদের আবগের শব্দগুলো রূঢ় বাস্ববতায় পাথর জৌলুস হারিযেছে আমাদের সাধের সোনালী স্বর্ণ আমরাও যেন কেমন একে অপরের হয়ে গেছি পর। যে জীবন চলে গেছে তা ফিরেবেনা জানি কোনোদিন শীত এলেই তবু ভুল করে ফিরে আসে সেইসব মধুযামিনী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।