আমাদের কথা খুঁজে নিন

   

মনে হয় ইন্ডিয়ায় আছি দরদ তো বেয়ে বেয়ে পড়তে পড়তে বন্যা হয়ে গেলো!

ভালো জবাব পেতে ভদ্র কমেন্ট আবশ্যক ঘুম থেকে উঠলে আমার ৫-১০মিনিট মাথা ভার থাকে, তখন ঠিকমত মাথা খুব একটা কাজ করেনা। এজন্য ঘুম থেকে উঠেই যখন দেখলাম যে ফেসবুকে আমার কিছু সমাজসেবক বন্ধু ইন্ডিয়ান মেয়েটি মারা যাওয়ায় মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেছে তখন কিছুক্ষনের জন্য মনে হলো, আমি মনে হয় ইন্ডিয়ায় আছি, এরাও বোধহয় ইন্ডিয়াতেই ইভেন্টটা এ্যারেন্জ করেছে, নাহলে বাংলাদেশে এত মেয়ের রেপ হয়, রেপের পরে হত্যা হয়, খুনি গায়েব থাকে, কখনো বা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সারি সারি মোমবাতি তো দূরের কথা, একটা ম্যাচের কাঠিও তো কোন একজনের জন্য জ্বালাতে দেখলাম না, আর অন্য দেশের মেয়ের জন্য এত টান? কিছুক্ষন খুব এলোমেলো লাগছিলো সবকিছু, একটু পর মাথা যখন কাজ করা শুরু করলো, তখহন ভাবলাম এমনটা হওয়া খুবই স্বভাবিক। আমাদের দেশে এসব ঘটনার পর ভিক্টিমদের জন্য যখন পেপারের একটা কলাম খরচ করা সম্পাদক প্রয়োজন মেন করে না, খবরে প্রচার করা মিডিয়া জরুরি মনে করে না, এদের শাস্তি চেয়ে বিক্ষোভ করতে সময় নষ্ট করা আমরা সাধারন জনগণ দরকার মনে করিনা, সেখানে তাদের জন্য তাদের হয়ে এত মোমবাতি নস্ট করে শীতের সন্ধ্যায় দাড়িয়ে থাকবেই বা কেন কেউ? মানলাম মেয়েটার সাথে অনেক পাশবিকতা হয়েছে, আমি প্রথমদিন শুনে ঐদিন ঠিকমত কিছু খেতে পারিনি। কিন্তু এসব একটু বেশি হয়ে যাচ্ছে, মানবতাই যদি এই মানববন্ধনের মুখ্য উদ্দেশ্য হয় তাহলে জাপানি তরুনি Junku Furuta কে নিয়ে তো কখনো কোন বাংগালীর কাছ থেকে কিছু জানলাম না, পাশবিকতা কতটা ভয়ানক হতে পারে আমি সেটা তার ব্যাপারে জানার পর থেকে বুঝতে শিখেছি। আমাদের মানবতা শুধু ইন্ডিয়ার দামিনি আর পাকিস্তানের মালালা পর্যন্তই সীমিত।

এর বাইরে গেলে আমাদের নিউট্রালিটি শুরু হয়, আর নিজের দেশের সবকিছু হলো ডালভাত, কমন ডায়ালগ, এটা তো হবেই, কত হয় এখানে, এতদিন এধরনের এ্যাটিটিউড হাস্যকর লাগত, এখন বিরক্তিকর লাগে। যতই বলুক এই মানববন্ধন সব ভিকটিমদের জন্য করা হয়েছে,এটা যে কেউই বুঝবে দামিনী মারা যাওয়ার পরেরদিন যে মানববন্ধন করা হয় সেই মানববন্ধনের কেন্দ্রে দেশে ২-৩মাসের নানান নির্যাতনের শিকার মেয়েরা থাকতে পারে না। এতটা মূর্খ ভাবাটাও উচিত না কাওকে। এটা খুবই প্রশংসনীয় কথা যে একটা মেয়ের সাথে ঘটে যাওয়া নির্মমতাকে আমাদের দেশ থেকেও নিন্দা জানানো হচ্ছে , আর সেই মেয়েটিকে পূর্ণ শ্রদ্ধা দেখানো হচ্ছে, কিন্তু আমার মনে তখন এই মানববন্ধনের উদ্যোক্তা আর অংশগ্রহনকারীদের প্রতি সম্মানবোধ আসতো যখন দেখতাম আমাদের স্বদেশী বোন সাজিয়া, টাংগাইলের সেই বোন, অতীতের সিমি, এবং আরো প্রত্যেকটা ভিকটিমের জন্য একইভাবে তারা মানববন্ধন করতো। পরদেশি মানুষের সাথে সহমর্মিতা প্রকাশের পূর্বে স্বদেশি মানুষের প্রতি দায়িত্ববোধ থাকাটাই মুখ্য আমার মতে।

আমি আমার পজিশন থেকে সেই অতিরিক্ত ভারতদরদী বন্ধুদের আনফ্রেন্ড করা ছাড়া আর কিছু পারলাম না, জানিনা সামনে আর কি কি দেখা বাকি আছে। কোনদিন না জাতীয় সংগীতের নামে জন গন মন... অথবা পাক সার জামিন .... শুনতে হয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।