আমাদের কথা খুঁজে নিন

   

#‎এটা_খায়_নাকি_মাথাই_দেয়? কি অবাক হচ্ছেন? না অবাক হওয়ার কিছুই নেই।

#‎এটা_খায়_নাকি_মাথাই_দেয়?
না এটা খায়ও না মাথায়ও দেয় না
বছর খানেক আগের কথা ফ্রিলান্সার হওয়ার আসায় ইন্টারনেট ব্যাবহার করি।
নেট ঘাটাঘাটি করতে করতে হঠাৎ একদিন SEO ওয়ার্ডটা সামনে আসল ওয়ার্ডটার মানে বুঝলাম না।
মাথার মধ্যে নানা প্রশ্ন
SEO -এটা আবার কি?
কি করে এটা দিয়ে ?
এটা খায় নাকি মাথায় দেয়?
নাকি অন্য কোন কাজে ব্যাবহার করে?
তবে একটা কথা জানতাম যে গুগলে যা লিখে সার্চ দিব তাই নাকি পাওয়া যায়। যেই ভাবা সেই কাজ গুগলে সার্চ দিলাম। সার্চ রেজাল্টে অনেক গুলো ওয়েব এর লিঙ্ক পেলাম।

লিঙ্কে ঢুকে অনেক ইনফর্মেশন পেলাম কিন্তু সম্পূর্ণ লেখা গুলো পরার আগেই আমার কাছে বিশেষ একটা কল আসে এবং বিশেষ কাজে জেলার বাইরে যেতে হয়। যাওয়ার আগে আমি এই ওয়েব সাইট এর লিঙ্কটা একটা কাগজে লিখে রাখি। কাজটি শেষ করে আসতে এক সপ্তাহের মত সময় লেগে যায়। বাড়ি এসে আবার নেটে বসি।
কিন্তু ঐ যে যেই কাগজে লিঙ্কটা লিখে রেখেছিলাম সেই কাগজটা খুজে পাইনা।

পরে আবারও শুরু করলাম অনলাইনে ঘাটাঘাটি গুগলে সার্চ । গুগলে সার্চ দিতে গিয়ে একটা বিষয় লক্ষ্য করলাম প্রথম যেদিন SEO লিখে গুগলে সার্চ করেছিলাম সেদিন যে ওয়েবের লিঙ্কটা প্রথমে ছিল আজ সে লিঙ্ক তা তিনটা লিঙ্কের পরে দেখাচ্ছে। এরপর বিভিন্ন লিঙ্কে গিয়ে বেশ ভালই ধারনা পেলাম SEO সম্পর্কে। বুঝতে পারলাম গুগলের সার্চে প্রথমে আসার মুল কারন হল SEO বা Search Engine Optimization. বুঝতে পারলাম SEO এর মানে ও একজন SEO এক্সপার্টের মূল্য। এর পর সিদ্ধান্ত নিলাম SEO এক্সপার্ট হতে হবে।


এর পর ফেসবুকে একদিন ক্রিয়েটিভ আইটির গ্রুপের সন্ধান পাই। সেখানে নিয়মিত ভিজিট করি। মাঝে মাঝে এখানে অনলাইন ইনকামের ব্যাপারে বিভিন্ন ফ্রী সেমিনারের আয়জন করা হয়। আমি কয়েকটা ফ্রী সেমিনারে অংশগ্রহন করি। প্রথমে গ্রাফিক্স কোর্সে ভর্তি হই।

যেদিন ইকরাম স্যার এসইও এর ফ্রী ক্লাস করালো সেদিনই সিদ্ধান্ত নেই এসইও কোর্সে ভর্তি হওয়ার । কারন ঐ দিনের ঐ ক্লাসটা করে আমি বুঝতে পেরেছি একজন আদর্শ ফ্রীলান্সারের জন্য এসইও এক্সপার্ট হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে আমরা ফ্রিলান্সিঙ্গের অনেক বিষয় ইন্টারনেট থেকে শিখতে পারি, আমি নিজেও অনেক বিষয় অনলাইন থেকে শিখেছি এখনও শিখার চেষ্টা করি। কিন্তু ক্রিয়েটিভ আইটির ক্লাস করে আমার কাছে মনে হয়েছে একাডেমীক শিক্ষার গুরত্তই আলাদা। তাই গ্রাফিক্সের মত এসইও কোর্সেও ভর্তি হয়ে যায়।


অনলাইনে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে। আমি কাজ শিখতেছি । ইচ্ছা হলে আপনিও শিখতে পারেন সেটা অনলাইনেই হোক বা কোন প্রতিস্থানেই হোক। যেখানেই শিখুন, শিখুন, তবে শেখার জন্য আমার কাছে ক্রিয়েটিভ আইটি কে আদর্শ স্থান বলে মনে হয়।
আপনি ইচ্ছা করলে ক্রিয়েটিভ আইটির গ্রুপের মেম্বার হতে পারেন।

তাই আপনাদের সুবিধার্থে ক্রিয়েটিভ আইটির ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম।
আপনাদের সহযোগিতা পেলে SEO  নিয়ে ধারাবাহিক টিউন করার ইচ্ছা আসে, ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।
ক্রিয়েটিভ আইটি https://www.facebook.com/groups/creativeit/
আমার সাথেও যোগাযোগ করতে পারেন
https://www.facebook.com/sayal.rubel
আমার ব্লগ
http://cosmopolitanit.blogspot.com/
Sayal Rubel

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।