আমাদের কথা খুঁজে নিন

   

FIA – CAT – ACCA এর প্রয়োজনীয় তথ্য (জেনে নিন, সংগ্রহে রাখুন)

ACCA এবং CAT কি? The Association of Chartered Certified Accountants (ACCA) এবং Certified Accounting Technician (CAT) দুটি কোর্সই প্রফেশনাল কোর্স। ACCA কোর্সটি CA, CMA, CPA-এর মত সমমানের কোর্স। ACCA জাতিসংঘ স্বীকৃত এবং IFAC (The International Federation of Accountants) এর member, যে কারনে বিশ্বব্যাপী এর চাহিদা অনেক বেশী। বর্তমানে ১ লক্ষ ৪০ হাজার মেম্বার ও ৪ লক্ষ ৪ হাজার ছাত্র-ছাত্রীদেরকে ৮৩টি ACCA-এর নেটওয়ার্ক অফিসের মাধ্যমে ১৭৩টি দেশে Finance এবং Accounting এর উপর সম্মানজনক ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ACCA সহযোগিতা করে যাচ্ছে। ACCA হচ্ছে দ্রুত অগ্রসরমান Global Accountancy Body।

FIA কি? FIA হচ্ছে Foundations in Accountancy যা ACCA-এর Entry Level-এর Suite of qualifications যেগুলো থেকে Student বা তাদের পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে Suitable কোর্স বেছে নিতে পারেন। যারা একেবারেই Entry Level থেকে শুরু করতে চান তাদের FIA-এর Introductory Certificate Level থেকে শুরু করতে হবে, যাদের কিছুটা Accounting Background আছে তারা FIA-এর Intermediate Certificate Level থেকে শুরু করতে পারেন। যাদের Accounting-এর Basic Strong কিন্তু Graduation নেই তারা FIA-এর Diploma Level থেকে শুরু করতে পারেন, তবে উল্লেখ্য যে Diploma Level এবং ACCA-এর Knowledge Level-এর Subject ৩টি একই, ফলে কোন Student Diploma Level শেষ করে সরাসরি ACCA-এর Skills Module-এ Study করতে পারেন তবে সেক্ষেত্রে CAT Qualification পাবেন না। যে সকল Student CAT Qualification dনতে চান তাদের পূর্বের ৯টি Subject Complete করতে হবে যার মধ্যে FIA-এর Introductory Certificate, Intermediate Certificate, Diploma এবং আরো ২টি Subject included আছে। SSC/HSC পাশ ছাত্র-ছাত্রীরা কি ACCA, CAT কোর্সে ভর্তি হতে পারবে? CAT হচ্ছে Accounting qualification যাতে Accounting-এর বেসিক থেকে শেখানো হয়।

CAT কোর্স করে খুব দ্রুত ACCA-এ কোর্সে enrolled হওয়া যায়। সুতারাং যেকোন বিভাগ থেকে SSC/HSC পাশ শিক্ষার্থীরা CAT কোর্সে ভর্তি হতে পারবেন। CAT, ACCA পড়া ভাল কেন? নাকি BBA, MBA ভাল? প্রফেশনালদের চাহিদা সবসময়ই বেশি। BBA, MBA পড়তে হলে SSC পাশের পর HSC পাশের জন্য ২ বছরের অধিক সময় লাগবে তারপর BBA করতে তার আরও ৪ বছর সময় লাগবে- তারপর MBA করতে আরও ১ থেকে ২ বছর লাগবে। সুতরাং একজন শিক্ষার্থীকে Academic এই শিক্ষার জন্য ৭/৮ বছর সময় দিতে হচ্ছে সাথে খরচতো রয়েছেই।

অন্যদিকে SSC/HSC এরপর একজন শিক্ষার্থী মাত্র ৪ থেকে ৪.৫ বছরে World Class Chartered Accountant হতে পারবে সাথে পাবে Oxford Brookes University, UK থেকে Applied Accounting-এ অনার্স ডিগ্রী। দৃষ্টি আকর্ষণ: এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।