আমাদের কথা খুঁজে নিন

   

দা নেকেড মাউন্টেন : দা কিলার মাউন্টেন

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সুউচ্চ পর্বতে মৃত্যু কোন অস্বাভাবিক ঘটনা না, এর পরও একটি পর্বতের নাম -ই পরিচিত হয়েছে " দা কিলার মাউন্টেন " বা ঘাতক হিসেবে !



সিন্ধু নদের গভীর খাত থেকে খাড়া উঠে গেছে এই পর্বত , সমুদ্র পৃষ্ঠ থেকে আট কিলোমিটারেরও বেশী উচুতে, অল্প দুরত্ব অতিক্রম করে । আট কিলো মিটার উচু! বিস্তীর্ণ বিরাণ উচ্চ ভুমিতে না একেবারে নিম্ন নদী অববাহিকা থেকে সোজা আকাশের পানে! তাই তো এর ছবিতে পাওয়া যায় ঘন সবুজ বনরাজি, ধু ধু প্রস্তর আর অবিরাম তুষার ঢাকা শুভ্র উজ্জল চুড়া !



পাকিস্তানে অবস্হিত এই ঘাতক পর্বতের স্হানীয় নাম " নাংগা " পর্বত, যার ইংরেজী " দা নেকেড মাউন্টেইন " । পর্বতারোহনের জীবন্ত কিংবদন্তী রেইহোল্ড মেসেনার এই নামেই লিখেছেন বেষ্ট সেলার " দা নেকেড মাউন্টেন "


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।