আমাদের কথা খুঁজে নিন

   

১৪ ই ফেব্রুয়ারি

দিন আসে দিন চলে যায়
জীবন চলে শত ব্যস্ততায়,
রাতের বুকে জোছনা হারায়
তবু একটি দিন আসে-
আবার চলে যায়।

খেয়ালী প্রেম শুধু যে কাঁদায়
বিরহী রাতে বরষা ঝরায়,
তবু একটি দিন আসে-
কিছু চাওয়া, কিছু পাওয়ার আশায়।

কিছু পাওয়া, কিছু না পাওয়ার বেদনা
ভুলিয়ে দিতে চায় সকল যন্ত্রণা,
দুটি মন করে শুধু আরাধনা
ভালোবাসা ছাড়া করে না অন্য কিছু কামনা।

বছরের সব কটি দিন ভালোবাসার নামে
চলে কত বঞ্চনা, কত মিথ্যে সান্ত্বনা,
অন্তত একটি দিন আসে, যে দিন চলে না
ভালোবাসার নামে প্রতারনা। ১৪-০২-০৬
(আমার 'ক্ষমা কর নীল অপরাজিতা' বই থেকে সংকলিত)

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।