আমাদের কথা খুঁজে নিন

   

মৌসুমির দুধ ও পিঁপডার গল্প

মানুষ মরে গেলে পঁচে যায়| বেঁচে থাকলে বদলায়| কারণে অকারণে বদলায়........ অনেকদিন আগের কথা| নতুন চিটাগাংয়ে এসেছি| যে স্কুলে পডতাম তার বেশিরভাগ ছাত্রই চাটগাইয়া| তো একদিন ক্লাসে বসে আছি, তখন এক ছেলে তার পাশের জনকে বলল,"ল মৌসুমির দুদ হাই"(চল মৌসুমির দুধ খাই)! ভাবলাম ক্লাসে মৌসুমি নামে যে মেয়েটা আছে তার কথা বলছে নাকি? একি অশ্লীলতা! কিছুক্ষণ পড দেখি ওরা শমপাপডি কিনে খাচ্ছে! শমপাপডিকে যে ওরা মৌসুমির দুধ বলে কে জানত! আর একদিন একজন বললো,"ওমা কতগিন(কতগুলো) ফিয়ারা!" কিন্তু আশেপাশে কোন পেয়ারা গাছ দেখলাম না! পরে বুঝলাম ফিয়ারা মানে পিঁপডা| তাহলে পেয়ারাকে কি বলে? উত্তর: গয়াম! ভাষা কত অদ্ভূত!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।