আমাদের কথা খুঁজে নিন

   

তিন সিমের স্মার্টফোন আনল স্যামসাং

ব্রাজিলে গ্যালাক্সি স্টার ট্রিওস বিক্রি শুরু হলেও খুব দ্রুত ডিভাইসটি ভারতীয় উপমহাদেশে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইট টেকট্রি।
ব্রাজিলের স্থানীয় মুদ্রা ৪০০ ব্রাজিলিয়ান রিয়ালে বিক্রি হচ্ছে ওই স্মার্টফোন। আপাতত গ্যালাক্সি স্টার ট্রিওস স্মার্টফোন শুধু ব্রাজিলেই পাওয়া যাচ্ছে। ৩.১৪ ইঞ্চি পর্দার ডিভাইসটিতে রয়েছে ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন সিলিকন প্রসেসর। এটি চলবে অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.১ অপারেটিং সিস্টেমে।

২ মেগাপিক্সেল ক্যামেরায় ছবি তোলা ছাড়াও থ্রিজি ব্যান্ডউইডথ ব্যবহারের উপযোগী তিনটি সিম ব্যবহার করা যাবে গ্যালাক্সি স্টার ট্রিওসে। সঙ্গে থাকছে ১৩০০ মিলিঅ্যাম্পআওয়ার(এমএএইচ) ব্যাটারি ও ৪জিবি বিল্টইন মেমরি। মাইক্রোএসডি স্লটে ৩২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমরি কার্ড যুক্ত করা যাবে।
স্যামসাং জানিয়েছে, ওই স্মার্ট ফোন এক চার্জে একদিন ব্যবহার করা যাবে। আপাতত সাদা ও কালো রংয়ে ডিভাইসটি বাজারে ছাড়া হয়েছে।


কিছুদিন আগে কোরিয়ান স্মার্টফোন নির্মাতা এলজি তিন সিমের স্মার্টফোন বিক্রি শুরু করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।