আমাদের কথা খুঁজে নিন

   

পকেটেই ভাষা শিক্ষক!

ডুওলিংগো হচ্ছে ভাষা শেখার সফটওয়্যার। আইফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের তালিকায় গতবছর শীর্ষে রয়েছে ডুওলিংগো। সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জার্মান, পর্তুগিজ ভাষা শেখা যাবে। ইংরেজি জানা থাকলে যে কেউ সহজে এ ভাষাগুলো শিখতে পারবেন। এছাড়া ডাচ, রাশান, হাঙ্গেরিয়ান, তুর্কিসহ আরও কয়েকটি ভাষা শেখানোর প্রস্তুতি নিচ্ছেন অ্যাপ্লিকেশন নির্মাতারা।


বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সপ্তাহে এক কোটি ৬০ লাখ থেকে ২ কোটি মানুষ ডুওলিংগো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। এছাড়া প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে এক লাখ ব্যবহারকারী। ডুওলিংগো সম্পর্কে এর সহপ্রতিষ্ঠাতা লুইস ভন এএইচএন জানান, এটি সবার জন্যই ফ্রি। যে কেউ বিনামূল্যে এটি ডাউনলোড করে নতুন কোনো ভাষা শিখতে পারবেন। এতে মোবাইল ফোনের মাধ্যমে যে কেউ বিনামূল্যে ভাষা শিখতে পারবেন।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।