আমাদের কথা খুঁজে নিন

   

lynda.com এক্সেল ২০১৩ এবং ওয়ার্ড ২০১৩ এসেনসিয়াল ট্রেইনিং যারা মিস করেছেন তাদের জন্য।থাকছে বোনাস কিছু ছোট সফটওয়্যার।

সবাইকে সালাম ও শুভেচ্ছা। প্রথমেই দুঃখ প্রকাশ করছি গত টিউনটির সমস্ত লিঙ্ক ডিলেট হওয়ার কারনে। DATA FILE HOST  যে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে এটা আমার কল্পনাতেও ছিলো না। দুখঃজনক হলেও সত্য যে তারা সেই অকল্পনীয় কাজটাই করে ফেলেছে। তবে আমার মনে হয় যারা টেকটিউনসের নিয়মিত পাঠক তারা কম বেশী তাদের দরকারি জিনিসটি ডাউনলোড করতে পেরেছেন কারন ফাইলগুলি ৪/৫ দিন পরে ডিলেট করা হয়েছে।

আর যারা অনিয়মিত পাঠক তারাই শুধু ব্যর্থ হয়েছেন বলেই আমার মনে হয়। সবগুলো টিউটোরিয়াল সবার দরকার হবার কথা নয়। দরকারি যে ২/১টি ডাউনলোড করবেন তাতে ৪/৫ দিন যথেষ্ট সময়। আমি পুনরায় দুঃখ প্রকাশ করছি যারা ডাউনলোড করতে পারেননি।
আজকে অতি ছোট কয়েকটি সফটওয়্যার শেয়ার করবো।

ছোটই করবো কারন দেখতে চাই এই ফালগুলোও DATA FILE HOST  ডিলেট করে দেয় কিনা। যদি দেয় তবে আমাকে পুনরায় বিকল্প কিছু চিন্তা করতে হবে। দেখা যাক কি হয়। সময়েই সবকিছুর সমাধান আসবে বলে আমি বিশ্বাস করি।

স্লাইড শো তৈরীর ক্ষেত্রে proshow অতুলনীয় এতা আমরা সবাই জানি।

তাই বলে কি অন্য কিছু পরীক্ষা করে দেখবো না?আপনার শখের ছবিগুলো দিয়ে একটু ভিন্নভাবে তৈরী করে ফেলুন HD কোয়ালিটিতে স্লাইড শো যা আপনার তো ভালো লাগবেই তারপরেও শেয়ার করতে পারবেন ইউটিউব সহ অন্যান্য শোশ্যাল মিডিয়াতে। একটা পরীক্ষা হয়ে যাক কি বলেন?তাহলে তৈরী হয়ে যান মাত্র ৩০ মেগাবাইটের এই স্লাইড শো মেকার সফটওয়্যারটি নামাতে । বিস্তারীত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড শেষ হলে প্রথমেই ইনষ্টল করুন। এরপর সঙ্গে থাকা (ক্র্যা)কটি /c drive/programs/ashampoo/Ashampoo Slideshow Studio HD 3 ফোল্ডারে ঢুকিয়ে ২ বার ক্লিক করুন।

কাজ শেষ।

আশা করছি আপনার অপছন্দ হবে না।

উপরের স্লাইড শো ষ্টুডিও দিয়ে তো কিছু একটা বানালেন। এবার সেটা ডিভিডিতে বার্ণ করবেন না?তো যদি করেনই তবে সেই ডিভিডিটা একটু ষ্টাইল করে বানালে কেমন হয়?হ্যাঁ এবার আপনার ডিভিডিটি এবার বানান একটু ভিন্ন ভাবে। মেন্যু থেকে শুরু করে আপনার ছবি যোগ করা সহ একাধীক মেন্যুবার তৈরী করে নিন এবং এক ক্লিকে তা বার্ণ করে ফেলুন সর্বোচ্চ ৯ টি dvd তে।



বিস্তারীত তথ্য এবং যাচাই করার জন্য এখানে  ক্লিক করুন। যাদি ভালো লেগে থাকে তবে নামিয়ে নিন মাত্র ২১ মেগাবাইটের এই ডিভিডি ষ্টাইলার সফটওয়্যারটি।
ডাউনলোড

সফটওয়্যারটি প্রিএকটিভেট আর তাই ইন্সটল করলেই হয়ে যাবে। আর কিছু করতে হবে না।

PHP/HTML/CSS/JavaScript ডেভলপারদের জন্য।

আমার মনে হয় এখানে আমার বেশী কথা না বলাই ভালো। তারপরেও দেখা যাক এই সফটওয়্যারটি দিয়ে কি কি কাজ করতে পারবেন।

কি মজা লেগেছে? ভুলে যাবেন না যে আপনার এটি প্রফেশনা ভার্সন এবং ফ্রী কিংবা লাইট ভার্সনের মধ্যে কি পার্থক্য তা নীচে দেখানো হলো।

আপনি যদি আরো বিস্তারীত জানতে চান তবে এখানে ক্লিক করুন। জানার পরে যদি আগ্রহী হয়ে থাকেন তবে নামিয়ে নিন মাত্র ১১ মেগাবাইটের এই সফটওয়্যারটি নীচের লিঙ্ক থেকে।


পোর্টেবল তাই ক্লিক এবং কাজ শুরু।

অতীতে আপলোড করা হয়েছিলো লিন্ডা ডট কম এর দু'টি টিউটোরিয়াল এক্সেল ২০১৩ এবগ ওয়ার্ড ২০১৩ । বিমাতা সূলভ আচরনে ফালগুলো ডিলেট করায় এত বেশী অনুরোধ পেয়েছি যেপুনরায় আপলোড না করে পারলাম না। দেখা যাক এবার কি হয়। তবে অনুরোধ যত দ্রুত সম্ভব ফাইলগুলো ডাউনলোড করে ফেলুন।

নিঃশ্বাসের বিশ্বাস আছে কি না জানি না তবে এই ফাইল শেয়ারিং সাইটগুলোর কোন বিশ্বাস নেই। সবগুলো সতী নারীর বেশ ধরেছে। মেজাজটা খুব খারাপ হয়। যাইহোক এক এক করে নামিয়ে নিন।


এক্সট্রাক্ট করুন এবং কাজ করুন।

আপনার ডাউনলোড করা শেষ হলে পরিচিতজনদের সঙ্গে শেয়ার করুন।
দেখা যাক এই ফাইলগুলো ডিলেট করে দেয় কিনা। যদি না দেয় তবে আগামী টিউনের জন্য ব্যান্ডউইথ নিয়ে তৈরী থাকুন কিছু মূল্যবান জিনিস আসছে। ভালো থাকুন সবাই ||| আল্লাহ হাফেজ |||

সোর্স: http://www.techtunes.com.bd

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।