আমাদের কথা খুঁজে নিন

   

আ স ম ফিরোজের পাশে জেলা আ. লীগ

বুধবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতারা আ স ম ফিরোজের সেদিনের বক্তব্য সম্পর্কে কথা বলেন।

গত ৭ ফেব্রুয়ারি পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে এক গণসংবর্ধনায় আ স ম ফিরোজ উপঢৌকনের বদলে ‘ক্যাশ’ দিতে হবে বলে বক্তব্য দেন।

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহাজাহান মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন।

খান মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ৭ ফেব্রুয়ারি বিকালে গণসংবর্ধনায় হাস্যরস করে চিফ হুইপ ‘ক্যাশের’ যে কথা বলেছেন সেটি তার বক্তব্যের কোনো অংশে ছিল না। তিনি ক্রেস্ট বা ফুলের পিছনে অর্থ খরচ না করে দলের কাজে অর্থ ব্যয়ের পরামর্শ দেন।

তিনি বলেন, আসম ফিরোজ ৬ বারের নির্বাচিত সাংসদ। তার ৫২ বছরের রাজনীতির জীবনে অসদুপায়ে কোনো অর্থ উপার্জন করেননি বলেই গত ৫ বছরে তার আয় কমেছে।

আ স ম ফিরোজের সততা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল কুচক্রি তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে বলে দাবি করেন খান মোশারফ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা চেয়ারম্যান মো. সুলতান আহমেদ মৃধা, দলের উপজেলা সাধারণ সম্পাদক আ. মোতালেব হাওলাদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ঘটনার দুদিন পর সোমবার ঋণখেলাপি হওয়ার অভিযোগে জাতীয় সংসদের প্রধান হুইপের সংসদ সদস্য পদ নিয়ে রুল জারি করে হাই কোর্ট।

ঋণ পুনঃতফসিল করার পর ন্যূনতম সময় পা হওয়ার আগে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশের লংঘন হয়।

এ কারণে আইনের ‘কোন কর্তৃত্ববলে’ আ স ম ফিরোজ সংসদ সদস্য পদে রয়েছেন- তা জানাতে চাওয়া হয়েছে ওই রুলে।

“গণপ্রতিনিধিত্ব আদেশে মনোনয়নপত্র দাখিলের অন্তত ৭দিন আগে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্যমতে ২৬ নভেম্বর পর্যন্ত তিনি খেলাপি ছিলেন। ”




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।