আমাদের কথা খুঁজে নিন

   

সহচর

যেখানেই যাই ব্যথাগুলো আছে,
ব্যালকনি আলনা ছবির দেয়াল
ঘরময় ইতস্তত ছড়ানো ছিঁটানো।
বহুবার ভেঙ্গেছি ঝুল,
বদলেছি দেওয়ালের ফিকে আসমানি রং
তবু ব্যথাগুলো আছে!
রোদ ভেঙ্গে ভেঙ্গে যেখানে ই যাই
ব্যথা গুলো আছে,
যতবার ধুই হাত পা সমস্ত শরীর
ব্যথা গুলো আছে
ব্যথাগুলো আসে পায়ে পায়ে উঠে স্নানের শেষে।
মরে গেলে নদী থাকে বয়ে যাওয়া দাগ
কিছু ব্যথা চিরকাল থাকে
একা একা ভালোবাসা ই পাপ!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।