আমাদের কথা খুঁজে নিন

   

এই মধ্যরাতে অহনা // শাফিক আফতাব //



এই মধ্যরাতে মধ্যদিনের মতোন বড় উর্বর হলে উঠলে
পরিপূর্ণ ফুটন্ত ফুলের মতোন ছড়াতে থাকলো সুঘ্রাণ __
আকাঙ্ক্ষিত আনন্দের জন্য আঁধারের গভীরে ছুটলে
আজ একগুচ্ছ আনন্দ দিয়ে জুড়িয়ে দেবো পরান।

পরিপুষ্ট রক্তের দানায় দানায় কামনার প্রখর উত্তেজনা
এই মধ্যরাতে কেমন কাতর আজ আমার অহনা__
বুকে আর মুখে তার আজ আদিম গানের মদির ব্যঞ্জনা
দেহের ভাঁজে ভাঁজে তার আজ পুলকের গুচ্ছ গুচ্ছ বেদনা।

এই মধ্যরাতে অহনা হলো সফেদ দালানের খোলা ছাদ
বিহারে আমি পেলাম আজ অথই অগাধ মদির আস্বাদ
খোলা ছাদের ফুলে ফুলে স্পর্শে বুকের কাশবনে এলো অনুভব
পৃথিবীর সবাই আজ পর, এই মধ্যরাতে অহনাই সব।

এই মধ্যরাতে মধ্যদিনের মতোন অহনা হলো বড় উর্বর
পৃথিবীর কেউ জানেনা তাহা , আমি জানি শুধু সে খবর।
১২.০২.২০১৪

আত্মা ভরে আসে কোন মহাসুখে //
শাফিক আফতাব //

দুই উরুর ভিতরে ঘুঘরির বাস
উপরে তার লকলকে ঘাস
ঘাসের গহীনে সবুজের রং
এই দ্যাখোনা প্রেয়সীর কত না ঢং।

ঘাসের গহবরে আনন্দের মেলা
নীল লাল বেগুনি সাদা কমলা
ঘাসদের সেঁটে ফেলে সুন্দর হই
তুমি আমি তখন মর্ত্যলোকের সই।

রাজ দরবারে যখন বসতে দাও
চুমুতে চুমুতে ঘুম আসে চোখে
আত্মা ভরে আসে কোন মহাসুখে
আমরা চলি যেন কোথাও উধাও।

দেহ দিয়ে দোহে করি গণসঙ্গীত
পৃথিবীতে তাই এত গভীর পিরিত।
১৩.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।