আমাদের কথা খুঁজে নিন

   

০৫ ফেব্রয়ারি, ২০১৪ ডয়চে ভেলে: বাংলাসহ ১৪টি ভাষায় ‘দ্য বব্স’ প্রতিযোগিতা শুরু

নোটিশবোর্ড


প্রিয় ব্লগার,

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’-এর দশম আয়োজন শুরু হয়েছে৷ প্রতিযোগিতায় বিশ্বের অন্য ১৩টি ভাষার সঙ্গে রয়েছে বাংলাও৷

২০০৪ সালে চালু হওয়া ‘দ্য বব্স’ অ্যাওয়ার্ডের মাধ্যমে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে মূলত সেসব ওয়েবসাইট বা অনলাইন প্রকল্পকে স্বীকৃতি দিচ্ছে, যারা বাক স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে সক্রিয়৷

এই আয়োজন সম্পর্কে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘দ্য বব্স’ আমাদের সেই সব সাহসী মানুষদের কথা স্মরণ করিয়ে দেয়, যাঁরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে গণতন্ত্রীকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চান৷ আজ যখন বিশ্বের বহু দেশে গণতন্ত্র এবং স্বাধীন ও নিরপেক্ষ তথ্য পাবার অধিকার নিয়ে সংগ্রাম চলেছে, তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’’

ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে আগামী চার সপ্তাহ http://www.thebobs.com/bengali ঠিকানায় প্রতিযোগিতার জন্য তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন৷ যে ১৪টি ভাষার ব্লগ, মাইক্রোব্লগ, ওয়েবসাইট, ফেসবুক পাতা, ইউটিউব চ্যানেল, পডকাস্ট বা অন্য কোনো অনলাইন প্রকল্প জমা দেয়া যাবে, সেগুলো হচ্ছে: আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি এবং ইউক্রেনীয়৷

আন্তর্জাতিক জুরিমণ্ডলীর সদস্যদের মধ্যে আলোচনা এবং অনলাইন ভোটাভুটির ভিত্তিতে ‘দ্য বব্স’ বিজয়ীদের নির্বাচন করা হয়৷ ১৫ সদস্যের জুরিমণ্ডলী ভাষা-নিরপেক্ষ ছয়টি আন্তর্জাতিক বিভাগে, অর্থাৎ যেসব বিভাগে ১৪টি ভাষা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে, সেসব বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্বাচন করবেন৷ ভাষাভিত্তিক বিভাগগুলোতে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারিত হবে অনলাইন ভোটের ভিত্তিতে৷

প্রসঙ্গত, বাংলা ভাষার পক্ষে এখন পর্যন্ত আলী মাহমেদের ব্লগ, আবু সুফিয়ানের ব্লগ এবং তথ্য কল্যাণী প্রকল্প ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করেছে৷ চলতি আসরে বাংলা ভাষার এক বা একাধিক ব্লগ বা প্রকল্পের সম্মানজনক এই অ্যাওয়ার্ড জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক জুরিমণ্ডলীতে থাকা দৃক-এর প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম৷

জার্মানিতে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

দ্য বব্স ২০১৪, অর্থাৎ চলতি আসরের ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীরা আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পাবেন৷ ৩০ জুন থেকে ২ জুলাই অবধি চলবে এই গ্লোবাল মিডিয়া ফোরাম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের দু’হাজারের মতো প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে৷

উল্লেখ্য, ডয়চে ভেলের ‘দ্য বব্স’ প্রতিযোগিতায় অন্যান্য ভাষার পার্টনারদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সামহয়্যার ইন ব্লগ৷

যোগাযোগ এবং লিংক
http://www.thebobs.com/bengali
dw.de/press

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।