আমাদের কথা খুঁজে নিন

   

১০৬ বছর বয়সে প্রেম।



প্রেমে কোন বয়স নাই। ১০৬ বছর বয়সে এসে প্রেমে পড়লেন অস্ট্রেলিয়ান বৃদ্ধা মার্জোরি হেমার্দে। তার প্রেমিক গাভিন তার থেকে মাত্র ৩৬ বছরের ছোট। আর এটি নাকি তার প্রথম প্রেম। গাভিনের সঙ্গে দেখা তিন বছর আগে।

এখন এ প্রেমিক জুটি মেলবোর্নের এক নার্সিং হোমে বসবাস করেছেন। চিরকুমারি মার্জোরি তার প্রেম সম্পর্কে বলেন-আমরা দুজন দুজনের প্রতি দারুন আকর্ষনবোধ করি । আমাদের বয়সের পার্থক্যটা তেমন কোন ব্যাপার নয়। ৭৩ বছরের কেভিনেরও রয়েছে সমান আকর্ষন। কেভিন বলেন, সে সবসময় হাসিখুশিতে থাকে,আমাকে উৎসাহ দেয়।

আর আমরা যতক্ষন থাকি হাসিখুশিতে সময় কাটাই। আমরা দুজনে বয়সের অভিজ্ঞতা থেকে শিখেছি জীবন খুব ছোট। তাই একে হেলাফেলা করা উচিৎ নয়। যতদূর সম্ভব উপভোগ করাই শ্রেয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।