আমাদের কথা খুঁজে নিন

   

ইবে ,এ্যামাজন বা ইকমার্স এবং আপনি ও আমি বা বাংলাদেশ।



মডারেটরদেরকে অনুরোধ করছি আমার কমেন্ট অপশন আনব্লক করা হোক। অনেকেই অনেক প্রশ্ন করবে আর আমিও সবার প্রশ্নের উত্তর দিতে চাই ।

ঈশ! বাংলাদেশে যদি ইবে বা এ্যামাজন এর মত একটা সাইট থাকতো অনেককেই অনেক দিন ধরেই এই কথা বলতে শুনি। চীনেও ইবে বা এ্যামাজন এর মত (ওদের নিজেদের দেশীয় সাইট) জায়ান্ট সাইট আছে এবং চীনের লোকজন অনলাইন কেনাকাটায় চরম ভাবে অভ্যস্ত।

আরব দেশ সংযুক্ত আরব আমিরাতেও সুক ডট কম (যখন ওখানে ছিলাম আমিও দুইটা মোবাইল কিনেছিলাম অনেক কম দামে সুক ডট কম থেকে) সহ কয়েকটি ইকমার্স সাইট চরম জনপ্রীয়।



আমরা বাংলাদেশে ক্লাসীফাইড সাইটগুলোকে ইকমার্স সাইট মনে করে বসে আছি। ক্লাসীফাইড সাইটগুলোও নিজেদেরকে ইকমার্স সাইট বলতে বলতে অস্থীর। হয় আমরা ইকমার্স বুঝি না অথবা ক্লাসীফাইড সাইটগুলো ইকমার্স কি জিনিস তা বোঝে না।
আসলে ইকমার্স মানে কেবল এ্যাড পাব্লিশ করা আর কেউ সেই এ্যাড দেখে ফোন করলে তার কাছে পন্য বিক্রি করা বোঝায় না। যেকেউ একবার ইবে বা এ্যামাযান ভিজিট করলেই একথা বুঝতে পারবেন।



প্রায় ৮ মাসের বেশি আমেরিকান ইবে সাইটে পন্য বিক্রি করার এক্সপেরিয়েন্স আর ইকমার্সের প্রতি আমার অসীম জানার আগ্রহ থেকে একটা সাইট বানালাম যেখানে ইবের সকল সুবিধা থাকছে (শুধুমাত্র পেপাল পেমেন্ট গেটওয়ে নাই)।
যারা পেপালে সেল বা বাই করেছেন অথবা নতুন কেউ তার পন্য অনলাইনে বেচতে চাচ্ছেন সবাইকে আমার সাইটে আসার আমন্ত্রন রইলো। দোয়া করবেন যেন সফল হই ও আমার দেশের ইকমার্সে একটু হলেও অব্দান রাখতে পারি।
সাইটের এ্যাড দেওয়া দরকার কিন্তু হাতে আর টাকা নাই। যাইহোক, ইচ্ছা হলে ইবের আদলে গড়া আমার সাইট ভিজিট করতে পারেন।

আমার সাইটের ঠিকানা বিডিবিডস ডট কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।