আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীর পক্ষে যুক্তিতর্ক চলছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের ওপর অষ্টম দিনের দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ ৩২তম দিনের মতো এ মামলার শুনানি গ্রহণ করেন। শুনানিতে আসামি পক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান অংশ নেন। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে উপস্থিত ছিলেন। এ মামলার কার্যক্রম ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। শুনানিতে অ্যাডভোকেট শাহজাহান প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় থেকে ১৪তম অভিযোগ আদালতে পড়ে শোনান। এতে বলা হয়েছে_ সাঈদীর নেতৃত্বে হোগলাবুনিয়ার হিন্দুপাড়ায় আক্রমণ এবং পরে শেফালী ঘরামিকে ধর্ষণ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.