আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইন ডে টিভি হাইলাইটস

অতঃপর চিবুকের কাছে একা

তটিনী সাদাবের বাগদত্তা, দুই মাস পরে তাদের বিয়ে। তবুও খোলা হাওয়ার মতো তার জীবনে এল আরেক যুবক, কিশলয়। তটিনী তাকে বন্ধু ভাবলেও কিশলয় বরাবরই পেরোতে চায় বন্ধুত্বের সীমানা। একসময় হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় সে। নিরুদ্দেশ কিশলয়কে খুঁজতে খুঁজতে একসময় তটিনীর মনে ভালোবাসা নিয়ে জাগে নানা প্রশ্ন।

এক অব্যাক্ত ভালোবাসার মুখোমুখি দাঁড়ায় তটিনী ও কিশলয়। বিশ্ব ভালোবাসা দিবসে 'অতঃপর চিবুকের কাছে একা' নাটকে দেখা যাবে তটিনী ও কিশলয়ের সেই ভালোবাসার গল্প। আলতাফ শাহনেওয়াজ-এর লেখা নাটকটি নির্দেশনা ও প্রযোজনা করেছেন আউয়াল চৌধুরী। অভিনয় করছেন ফারজানা ছবি, সাবি্বর আহমেদ, মাহমুদ সাজ্জাদ, ডলি জহুর প্রমুখ। প্রচার হবে বিটিভিতে রাত সাড়ে ৮টায়।

 

লাল খাম বনাম নীল খাম

রাত ৮.১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'লাল খাম বনাম নীল খাম'। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, অগি্নলা, সোহেল খান, তাসনুভা তিশা, সবুজ প্রমূখ। '১৯৮০ সালের যে কোন সময়। একটি গ্রামের মহকুমা চেয়ারম্যানের একমাত্র নাতনী অগি্নলা। চেয়ারম্যানের পরিবারের আর কেউ নেই।

সে নাতনিকে খুব ভালবাসে। বাড়িতে একজন লজিং মাস্টার নিয়োগ দেওয়া হয়। লজিং মাস্টার পলাশ এর প্রেমে পড়ে অগি্নলা। কিন্তু পলাশ অগি্নলাকে রিফিউজ করে। অগি্নলা তবুও পলাশের পিছু ছাড়ে না।

এক সময় প্রেম হয়। পলাশ চেয়ারম্যানকে জানায় সে অগি্নলাকে বিয়ে করবে। প্রথমে রেগে গেলেও পরে রাজি হয় চেয়ারম্যান। বিয়ের দিন পলাশ একটি লাল খামে চিঠি লিখে চলে যায়। '

 

মনের ঠিকানায়

এটিএন বাংলায় রাত ৮ টায় প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান 'মনের ঠিকানায়'।

রুকসানা কবীর কাকলী'র সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, কণ্ঠশিল্পী কণা ও হৃদয় খান। উপস্থাপিকার সঙ্গে প্রাণবন্ত আড্ডায় অংশ নিয়েছেন এই তিন তারকা শিল্পী। বলেছেন ভালোবাসা নিয়ে তাদের ভাবনার কথা। অনুষ্ঠানের মাধ্যমে হৃদয় খানের ভক্তরা জানতে পারবেন প্রেম-ভালোবাসা নিয়ে তাদের প্রিয় শিল্পীর অজানা অনেক তথ্য। দর্শকদের উদ্দেশে বলেছেন শিল্পী।

 

প্রিয়জন

আজ রাত ৮টায় এশিয়ান টিভিতে প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক 'প্রিয়জন'। রচনা ও পরিচালনায় শাহীন কবির টুটুল। এতে অভিনয় করেছেন সজল, বিন্দু, পিয়া প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, সজল-বিন্দু স্বামী-স্ত্রী। সুখের সংসার তাদের।

সজল একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে। তার বিজ্ঞাপনের জন্য নতুন একজন মডেল নেন। সে পিয়া। পিয়ার প্রতি দূর্বল হতে থাকেন সজল। শুরু হয় বিন্দুর সঙ্গে দূরত্ব।

তারপর?

 

ভালোবাসা ১০১

এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে এয়ারটেল নিবেদিত বিশেষ টেলিফিল্ম 'ভালোবাসা ১০১'। রেদওয়ান রনি'র রচনা ও পরিচলনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন- মেহজাবিন চৌধুরী, মিশু সাবি্বর, সিয়াম, সালমান, মুমতাহিনা টয়া, এমিলি জান্নাত, সাফা কবির ও সাঈম সাদাত প্রমূখ।

'ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় একটি ছেলের আর একটি মেয়ের। মেয়েটি থাকে চট্টগ্রামে আর ছেলেটি ঢাকায়। বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে তারা দেখা করার পরিকল্পনা করে।

আর তাদের এই পরিকল্পনার সাথে আকস্মিকভাবে যুক্ত হয় তাদের বন্ধুরা। শুরু হয় নাটকীয়তা। নানা দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে এগুতে থাকে

নাটকের গল্প।

 

নোনতা চা

১৪ ফেব্রুয়ারি রাত আটটা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে বিশেষ নাটক ' নোনতা চা'। নাটকটি রচনায় মাসুম রেজা ও পরিচালনায় কমল চৌধুরী।

অভিনয়ে হিলল, নওশীন, সৌরভ, সুবর্না, উর্মী, এম এ মতিন।

দাউদ হাবীব আর চটপটে চরিত্রের মেয়ে ফ্রিদা ফারজানা একই অফিসে চাকরি করেন। প্রতিদিন হাবীব অফিস ফ্লোর থেকে একতলার ওপরে নামেন। ফ্রিদা একটি টি স্টলে হাবীবকে লিফট প্রবলেম সম্পর্কে জানতে চায়। হাবীবের জবাব শুনে ফ্রিদা মুগ্ধ হয়ে যায়।

হাবীব চায়ের সাথে চিনির বদলে লবণ মিশিয়ে খায় তার শৈশবের স্মৃতি জাগিয়ে রাখার জন্য। হাবীবকে নতুন করে আবিষ্কার করতে থাকে ফ্রিদা। ঢাকায় একটি টি স্টলে হাবীব প্রতিদিন নতুন নতুন সারপ্রাইজ দেয় ফ্রিদাকে। এরকম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নোনতা চা এর গল্প। ঘটনার চার বছর পর আমরা ফ্রিদা ও হাবীবের গল্পে জানতে পারি 'টি স্টল' নামক একটি রিয়ালিটি শো এর মাধ্যমে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।