আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের জন্য অতিপ্রয়োজনীয় একটি FireFox Add-Ons । না দেখলে পরে পস্তাবেন ।

====>>>>বিসমিল্লাহির রাহমানির রাহিম<<<<====
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার সালাম এবং বিশ্ব ভালোবাসা দিবসে টেকটিউনস পরিবারের প্রতি আমার হৃদয় নিঙড়ানু ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
দীর্ঘ বিরতীর পর আজকে টিউন করতে বসলাম । পরীক্ষায় ব্যস্ততার কারনে টেকটিউনসে ভিজিট করার সময় টুকুও পাইনি এতোদিন । কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রায় ১৫ দিনের একটা ছুটি পেয়ে গেলাম আর তাই ছুটে আসলাম আপনাদের কাছে ।
আমি টেকটিউনসে হাতে গুনা যে কয়েকটি টিউন করেছি তার অধিকাংশ টিউন হলো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কিত ।

আজও এর ব্যতিক্রম হবেনা ।
একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমরা সবসময় এমন কিছু টুলস খুঁজি যা আমাদের কর্ম প্রবাহকে করবে গতিশীল । আজ সেরকম একটা টুলস সম্পর্কে বলবো । ফায়ার ফক্স ব্রাউজার আমাদের অতি পরিচিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার । ফায়ার ফক্স ব্রাউজারের অধিক জনপ্রিয়তার মুল কারন হলো এর এড-অনস ।

আজ আমি আপনাদের এরকম একটা এড-অনসের সাথে পরিচয় করিয়ে দিবো যেটা আপনাদের কাজ কে আরো সহজ করবে ।
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ গুলো করতে হয় টেক্সট এডিটর দিয়ে এবং কাজ শেষে সেটার ফলাফল দেখতে হয় ব্রাউজারে । বারবার কোড লিখে পেজ রিলোড করতে হয়ে পরিবর্তনগুলো দেখার জন্য । বারবার পেজ রিলোড করাটা একটা ঝামেলার কাজ । আর এই ঝামেলা থেকে বাঁচাতেই আজ আমি আপনাদেরকে এমন একটা এড-অনস দিবো যেটা ইনস্টল করলে আপনার কাঙ্খিত ফাইল বা ফোল্ডারের কোন ফাইলের পরিবর্তন হলেই ব্রাউজার অটোমেটিক আপনার পেজটি রিলোড করবে, কষ্ট করে আপনাকে পেজ রিলোড করতে হবে না ।


অনেক কথা বলে ফেলেছি, এবার কাজ শুরু করা যাক । এড-অনসটির নাম Auto Reload । প্রথমে এখান থেকে এড-অনসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন । ব্রাউজার রিস্টার্ট চাইলে রিস্টার্ট করুন । তারপর কিবোর্ড থেকে Ctrl + Shift + A চাপুন অথবা ফায়ারফক্স Menu থেকে Addons সিলেক্ট করুন ।

তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন ।

এখন Auto Reload Addons এর পাশে তীর চিহিৃত জায়গায় দেখানে Option এ ক্লিক করুন। তাহলে নিচের মতো উইন্ডো দেখতে পাবেন ।

এখন Creat Option এ ক্লিক করুন । তাহলে নিচের মতো উইন্ডো দেখতে পাবেন ।



এখন আপনার প্রয়োজনীয় ফাইল বা আপনার Project ফোল্ডারের লোকেশন দেখিয়ে দিয়ে Ok চাপুন । তাহলে নিচের মতো করে আসবে ।

এখন ফোল্ডারের জন্য All Files সিলেক্ট করে Ok চাপুন । এরপর প্রত্যেকটি উইন্ডোতে Ok চেপে বেরিয়ে আসুন ।
এখন আপনার ফাইল Edit করে দেখুন যে আপনাকে আর বারবার পেজ রিলোড করতে হচ্ছেনা ।

আশা করছি আপনারা কাজটি সফল ভাবে করতে পেরেছেন । তারপরও আপনাদের কারো কোন প্রকার সমস্যা হলে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ।
আপনাদের সবার সুস্বাস্থ কামনা করে আজ এখানেই শেষ করছি । দেখা হবে আগামী টিউনে । সে পর্যন্ত হ্যাপি কোডিং..........
ফেসবুকে আমি এখানে


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.