আমাদের কথা খুঁজে নিন

   

শুভেচ্ছা দূত মৌসুমী

দেশের বৃহত্তম একটি প্লাস্টিক পণ্যসামগ্রী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমী আগামী দুই বছর এর বিভিন্ন পণ্যের প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

প্রতিষ্ঠানটি জানায়, দর্শকের মাঝে মৌসুমী অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা। মৌসুমীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পেরে তারা আনন্দিত। এর পণ্য সবার কাছে জনপ্রিয় করে তুলতে চিত্রনায়িকা মৌসুমী ব্যাপক ভূমিকা রাখবেন।

মৌসুমী বলেন, প্রতিষ্ঠানটির সব পণ্য বাংলাদেশের গৃহিণীর কাছে ব্যাপক জনপ্রিয়। তাই জনপ্রিয় এবং বাংলাদেশি এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি নিজেই এর পণ্য ব্যবহার করি এবং আমি চাই সবাই এ পণ্য ব্যবহারে উৎসাহিত হবেন। '

'৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে খুলনার মেয়ে আরিফা পারভিন জামান মৌসুমীর। ২০০৩ 'কখনো মেঘ কখনো বৃষ্টি' চলচ্চিত্র পরিচালনা করেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন মৌসুমী। বর্তমানে তিনি ইউনিসেফ এর শুভেচ্ছা দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.