আমাদের কথা খুঁজে নিন

   

অতল গহীনে গিয়ে মহিনের ঘোড়া দাবড়াই // শাফিক আফতাব //



ক্রমাগত গহীনে যাই, মহিনের ঘোড়াগুলো ছুটে যায় অনন্তে
সাত সমুদ্র তের নদীর ওপার থেকে প্রেম আসে বসন্তে
আমি শান্তি আর সুবাসগুলোকে হাতের মুঠোয় ধরতে চাই
অমনি সে সুর হয়ে বাজায় সানাই।
সুরের ভেতর থাকে গহীনের টান
তারই জন্য উৎসূক আমার ক্ষুধিত পরাণ
তারই জন্য কাতর হয়ে থাকে আমার দেহ আর রক্ত
কার জন্য হয়ে পড়ি অন্যাসক্ত।

আমি গহীনে ছুটি মুক্তার লাগি
অনুকূল হয় আমার অনুরাগি
ফুলের মতোন অভ্যর্থনার অঞ্জলী হয়
স্পর্শে ঘ্রাণে প্রাণে তখন বাজে গভীর প্রণয়
অতল গহীনে গিয়ে মহিনের ঘোড়া দাবড়াই
ঘোড়া ছুটে চলে অবিরাম, আলেয়াতে আমি বেগে বেগে ধাই।
১৫.০২.২০১৪
অতল গহীনে গিয়ে মহিনের ঘোড়া দাবড়াই //
শাফিক আফতাব //


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।