আমাদের কথা খুঁজে নিন

   

রাবণ হবো রাবণ

ঈশ্বরই জ্ঞান , জ্ঞানই আত্মা। মানুষ মাত্রই জ্ঞানী। আমি মানুষ,আমার ঔরসে জন্মায় দেবতার কারিগর।

ঐ যায় , সীতা যায়, অগ্নি-পরীক্ষায়
রাম-রাবণরা সমস্বরে চেঁচায় ।

রাবণের রাজত্বে বন্দী সীতা,
রামের রাজত্বে অগ্নি-পরীক্ষা ।



রাম-রাবণের রাজত্বে সীতার মুক্তি নাই,
এই মহাভারতে সীতা তোর মান নাই ।


অগ্নি-পরীক্ষায়,
সীতা যদি সতী হয় ।

আমি হবো রাবণ,
করবো সীতা হরণ ।

আজো সীতা বনবাসে,
আজো সীতা আগুনে ।

আমি যাবো শিকারে।


রাবণ যাবে শিকারে।

হা হা হা সীতা শিকারে,
হা হা হা সীতা হরনে ।
রাখবো তারে যতনে ।

আহা ! আহা !
আজো সীতা আগুনে ।
আজো সীতা আগুনে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।