আমাদের কথা খুঁজে নিন

   

তিন মামলায় খোকার জামিন

যাত্রাবাড়ী ও মতিঝিল থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

রবিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দেন।

গত বছরের ৬ মে হেফাজত ইসলামকে উস্কানি দেয়ার অভিযোগে মতিঝিল থানায় খোকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া অবরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত বছরের ১২ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে একটি এবং দণ্ডবিধি আইনে একটি মামলা দায়ের করা হয়। এই তিন মামলায় খোকাকে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে।

গত বছরের ৪ ডিসেম্বর সাদেক হোসেন খোকাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।