আমাদের কথা খুঁজে নিন

   

ছ্যাঁকা

শুক্রবারের দিনেও প্রাইভেট ভার্সিটির পোলা-পাইনদের আরাম নাই! বিকেলে কুইজের জন্য কোন রকমে হালকার উপরে ঝাপসা একটা প্রিপারেসন নিয়ে কুইজের জন্য নির্ধারিত রুমে যাচ্ছি। যেতে যেতেই দেখি এক ক্লাস রুমের সামনে দাঁড়ানো এক মাইয়া আমার দিকে চেয়ে আছে। একটু কাছে যেতেই বড় আবেগী গলায় বলে বসল- আই লাআআআভ ইউ! আমি তো পুরা 'ফিলিং লাভ' এর ফিল নিতে শুরু করে দিয়েছি। তারপরেও আমার চাহনী দেখে মাইয়াডা এমন ভাব দেখাল যে ব্যাপারটা যেন 'সামথিং রং'। "তারপর সেই কইন্না তাহার মেঘবরণ কেশের ভিতর হইতে তাহার আই ফোন বাহির করিয়া আমারে বুঝাইতে চাহিল যে একটু আগে কথিত রোমান্টিক কথাটি আমাকে কহেন নাই"। উনি তার স্বপ্নের দুনিয়ায় এমনভাবে হারিয়ে গেছিলেন যে কার দিকে তাকাচ্ছেন, কি দেখছেন কিচ্ছু খেয়াল নাই। মাঝখান থেকে আমার মতো একটা পোলারে হালকার উপর ঝাপসা একটা ছ্যাঁকা দিয়ে দিলেন।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.