আমাদের কথা খুঁজে নিন

   

হার দিয়ে শেষ আবাহনীর

১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে আবাহনী। আগামী সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলে আবাহনীকে পেছনে ফেলে তারাই রানার্সআপ হবে। ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করা মুক্তিযোদ্ধার জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার জোসেফ ওজুরুম্বা। চার গোলের দুটি করেছেন তিনি, একটি করিয়েছেন। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

ব্রাজিলীয় ফরোয়ার্ড টাইসন সিলভার ক্রস থেকে স্ট্রাইকার মোহাম্মদ বিপ্লবের শট আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল ফিরিয়ে দিলে আলতো শটে বল জালে জড়িয়ে দেন ওজুরুম্বা (১-০)। ১৯ মিনিটে ওজুরুম্বার পাস থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার জাহেদ পারভেজ চৌধুরী (২-০)। ৪১ মিনিটে ব্যবধান কমায় আবাহনী। ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিমের থ্রু ধরে মিডফিল্ডার আব্দুল বাতেন কোমলের নেয়া প্লেসিং শট জালে জড়িয়ে যায় (২-১)। ৬০ মিনিটে টাইসন সিলভার ক্রস ধরে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল করেন ওজুরুম্বা (৩-১)।

ইনজুরি সময়ে শেষ গোলটি করে মুক্তিযোদ্ধা। বক্সের বাইরে থেকে নেয়া মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুতের চমৎকার শট চলে যায় জালে (৪-১)। পেশাদার লিগের প্রথম পাঁচ আসরে আবাহনী চার বার এবং শেখ জামাল একবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।