আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাককালামের শতকে নিউ জিল্যান্ডের প্রতিরোধ

ওয়েলিংটন টেস্টে তৃতীয় দিনে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে নিউ জিল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফলোঅন এড়িয়েছেন ম্যাককালাম। এরই পথে তুলে নিয়েছেন ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ শতকটি।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২৫২;  ভারতের চেয়ে ৬ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

দ্রুত তিন উইকেট পতনের পর ম্যাককালাম যথন ক্রিজে নামেন তখনও ১৯৪ রান দরকার ছিল ইনিংস পরাজয় এড়াতে। এরপর ৯৪ রানে পঞ্চম উইকেটের পতনের পর তার সঙ্গী হন ওয়াটলিং, তখনও ইনিংস হার এড়াতে চাই ১৫২ রান।

ভারতীয় বোলারদের দু বার সুযোগ দিয়ে পঞ্চাশে পৌছানোর পর ক্লান্ত বোলারদের ওপর চড়াও হন ম্যাককালাম। ১৪৬ বলে প্রথম অর্ধশতকের পর পরের অর্ধশতক করেন মাত্র ৫১ বলে।

অন্যদিকে ওয়াটলিং যেন ছিলেন ধৈর্যের প্রতিমূতি। ৫২ রান করতে ২০৮ বল মোকাবেলা করেন তিনি।

১৯৭ বলে শতক করা ম্যাককালাম অপরাজিত আছেন ১১৪ রানে।

ষষ্ঠ উইকেট জুটিতে নিউ জিল্যান্ড তুলেছে ১৫৮ রান।

এর আগে ২৪ রানে ১ উইকেট হারিয়ে রোববার তৃতীয় দিন শুরু করা নিউ জিল্যান্ড দ্বিতীয় ওভারেই হারায় কেন উইলিয়ামসনকে। এরপর হামিশ রাদারফোর্ডকেও কট বিহাইন্ড করেন জহির খান।

মধ্যাহ্ন ভোজের বিরতির আগে টম ল্যাথামকে ফিরিয়ে দেন মোহাম্মদ সামি। বিরতির পর রবীন্দ্র জাদেজা নিজের বলে কোরি অ্যান্ডারসনের ক্যাচ নিলে ইনিংস হারের শঙ্কাতেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা।

তারপরই ওয়াটলিংকে নিয়ে ম্যাককালামের প্রতিরোধের শুরু।

জহির খান ৬০ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে ভারতের সবচেয়ে সফল বোলার ইশান্ত শর্মা কোনো উইকেট পাননি।

অকল্যান্ডে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ১৯২ (উইলিয়ামসন ৪৭, নিশাম ৩৩; ইশান্ত শর্মা ৬/৫১, সামি ৪/৭০) ও ২৫২/৫ (ফুলটন ১, রাদারফোর্ড ৩৫, উইলিয়ামসন ৭, ল্যাথাম ২৯, ম্যাককালাম ১১৪* অ্যান্ডারসন ২, ওয়াটলিং ৫২*; শর্মা ০/৬৩, জহির ৩/৬০, সামি ১/৭২, জাদেজা ১/৪৯)

ভারত: ৪৩৮ (ধাওয়ান ৯৮, বিজয় ২, পুজারা ১৯, ইশান্ত শর্মা ২৬, কোহলি ৩৮, রোহিত শর্মা ০, রাহানে ১১৮, ধোনি ৬৮, জাদেজা ২৬, জহির ২২, সামি ০*; সাউদি ৩/৯৩, বোল্ট ৩/৯৯, ওয়াগনার ৩/১০৬, নিশাম ১/৬২)

 




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।