আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সামনে কঠিন দুর্গ তুলে দিল ম্যাককালাম

ইনিংস জয়ের আশা করাটা ভারতের জন্য নেহাত অমূলক ছিল না। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ১৯২ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারতের ৪৩৮ রান করেছিল অন্তত সে বার্তাই দিয়েছিল। কিন্তু ভারতের আশাকে তুড়ির জোরে উড়িয়ে দিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ওয়েলিংটনে সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ডাবল সেঞ্চুরি (২৮১*) হাঁকিয়ে অপরাজিত আছেন নিউজিল্যান্ড অধিনায়ক। পাশাপাশি বিজে ওয়াটলিংয়ের (১২৪) সঙ্গে নতুন বিশ্ব রেকর্ড করে (৩৫২ রানের জুটি,১২৩ ওভার) গড়েছেন ৬ষ্ঠ উইকেট জুটি।

নিউজিল্যান্ড ৪ উইকেট হাতে রেখে লিড পেয়েছে ৩২৫ রানের।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছিলেন মার্টিন ক্রো (২৯৯ রান) । এবার বোধ হয় ক্রো'র রেকর্ডটি ভাঙতে যাচ্ছেন দ্বিতীয় স্থানে থাকা ম্যাককালম।

দুই টেস্টের সিরিজে অকল্যান্ডের প্রথম টেস্টে ৪০ রানে হেরে ১-০ তে পিছিয়ে আছে ভারত। দ্বিতীয় টেস্টকেই সম্মান উদ্ধারের হাতিয়ার করে মাঠে নেমেছিল সফরকারীরা।

অবিশ্বাস্য কিছু করাই ছিল টার্গেট। খেলার নিয়ন্ত্রনও নিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ৯৪ রানেই কিউইদের ৫ উইকেট তুলে নিয়েছিল ভারত বাহীনি। কিন্তু ম্যাককালামের ব্যাটে ঘুরে দাড়িয়েছে নিউজিল্যান্ড ।

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস) চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ৫৭১ রান সংগ্রহ করেছে।

আর ১ দিনের খেলা রয়েছে। তবে নিউজিল্যান্ড আরও দুরে এগিয়ে যাবে আশা করা হচ্ছে।

ইনজুরি নিয়ে ১২ ঘন্টার ওপর ব্যাটিং করেছেন অধিনায়ক ম্যাককালাম। তার ৫২৫ বলের ইনিংসে ২৮টি চার ও চারটি ছক্কা মেরেছেন। ওয়াটলিং ১২৪ রানে আউট হন।

দিন শেষে জিমি নিশাম ৬৭ রানে অপরাজিত ছিলেন ম্যাককালামের পাশে।

২০০৯ সালে ভারতের বিপক্ষে মাহেলা ও প্রসন্ন জয়াবর্ধনে ৩৫১ রানের জুটি গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন ম্যাককালাম-ওয়াটলিং । এছাড়া ম্যাককালাম পাশে বসেছেন গ্লেন টার্নারের। একই সিরিজে দুইটি ডাবল সেঞ্চুরি করেছেন দুজনই।

ক্যারিয়ারে এটি ম্যাককালামের তৃতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং তিনটি ডাবল সেঞ্চুরি করেছিলেন । নিউজিল্যান্ডের কোন খেলোয়াড় টেস্টে এক ইনিংসে ৩০০ রান করতে পারেনি। ম্যাককালামের সামনে সেই সম্ভাবনাই উকি দিচ্ছে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১৯২ এবং ৫৭১/৬, ১৮৯ ওভার (ব্রেন্ডন ম্যাককালাম ২৮১*,বিজে ওয়াটলিং ১২৪,জিমি নিশাম ৬৭*,জহির খান ৩/১২৯)

ভারত : ৪৩৮



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.