আমাদের কথা খুঁজে নিন

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত মুশফিক, সালমা

আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা প্রতিযোগিতাটিতে মুশফিক ছাড়াও প্রচারণায় থাকবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেন।

২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সালমা ছাড়াও দূত হয়েছেন আয়েশা রহমান।

‘ট্রফি ট্যুর’সহ প্রতিযোগিতার প্রচারণায় বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন তারা।

এই দায়িত্ব পেয়ে গর্বিত মুশফিক বলেন, “বাংলাদেশে ক্রিকেটারদের জাতীয় বীর হিসেবে বিবেচনা করা হয়। জনপ্রিয়তার স্তরটাই আমাদের মনে করিয়ে দেয়, প্রতিদান হিসেবে আমাদেরও কিছু দেয়া উচিৎ।”

বাংলাদেশ মহিলা দলকে ১৩টি ম্যাচে নেতৃত্ব দেয়া সালমা বলেন, “এই টুর্নামেন্টের দূত হিসেবে একটি বার্তাই আমি দিতে চাই। ইতিবাচক মনোভাব নিয়ে বাংলাদেশের মেয়েরা যে কোনো কিছু অর্জন করতে পারে।”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।