আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের সামনেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে দু' চেয়ারম্যান প্রার্থী গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস রোডে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী দক্ষিণ জেলা সভাপতি একেএম মোশাররফ হোসেনের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। দলীয় সূত্র জানায়, আসন্ন উপজেলা নির্বাচনে গৌরীপুর ও ধোবাউড়া উপজেলা থেকে একক প্রার্থী নির্ধারণে ময়মনসিংহে আসেন ড. ওসমান ফারুক। তিনি মোশাররফ হোসেনের বাসভবনে বসে গৌরীপুর উপজেলা বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাতকার নেন। এ সময় বাইরে অবস্থানরত চেয়ারম্যান প্রার্থী সার্জেন্ট মকবুল হোসেন ও আহমেদ তাযেবুর রহমান হিরণ পক্ষের নেতা-কর্মীরা শ্লোগান দেওয়াকে কেন্দ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নড়াইলে যুবদলের নেতাকে হাতুড়িপেটা : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল হক মিলনকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। প্রচারণা চালানোর সময় গতকাল কালিয়ার জামরিলডাঙ্গা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। বহিষ্কার : সিলেটে উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী ৩ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নছিরুল হক শাহীন, একই উপজেলার অপর চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদ চৌধুরী এবং কোম্পানীগঞ্জের চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন। এদিকে নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার জেলা যুবদল তার বিরুদ্ধে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়। তরিকুলের হুমকি : খুলনা বিভাগে আসন্ন উপজেলা নির্বাচন বয়কটের হুমকি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার-নির্যাতন-হয়রানি করা হচ্ছে। অস্ত্র উদ্ধারের মতো নাটক সাজিয়ে সিনিয়র নেতাদের জেলে ঢোকানো হচ্ছে। তিনি বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে বিগত জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটকেন্দে যাননি।

এবার উপজেলা নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়া হলে জনগণ তাতেও সাড়া দেবে এবং সেক্ষেত্রে ভোটারবিহীন অর্থহীন নির্বাচন হবে। সাঁথিয়ায় জামায়াত প্রার্থীর অভিযোগ : রবিবার সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান অভিযোগ করেন, ক্ষমতাসীন আ'লীগ সাঁথিয়ায় উপজেলা নির্বাচনেও ফলাফল জালিয়াতি করে তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার নীলনকশা করছে। প্রার্থীর মৌন মিছিল : সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল ওয়াদুদ সমর্থকদের নিয়ে মৌন মিছিল করেছেন। সোমবার বিকালে মিছিল থেকে পথচারী ও যানবাহন শ্রমিকদের লিফলেট বিতরণ করেন তিনি। মেঘনা : কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার বলেন, তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী ঘোষণা দেওয়া হবে।

এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম বলেন, জেলা আওয়ামী লীগের অনুমতিক্রমে উপজেলা আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদকের নিয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রার্থী হবেন। এখনো কাউকে প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন শিকদার বলেন, এখনো কাউকে প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি। কেউ নিজেকে প্রার্থী বলে ঘোষণা দিলে উপজেলা আওয়ামী লীগ মেনে নিবে না।

একই কথা বলেন_ মেঘনা উপজেলার লুটেরচর, বরকান্দা, ভাওয়ারখোলা ও মাকিনারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিরা। এদিকে মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দাবিদার আব্দুস সালামের সঙ্গে কথা হলে তিনি বলেন, এমপি সাহেব আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.