আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়াফাগুন




আসলে ফাগুন
লাগে যে আগুন
কৃষ্ণচুড়ার ডালে
কাঁপে মা-র বুক
ভিজে দুই চোখ
আঁচলের আড়ালে।

ছেলের শোকে
মায়ের বুকে
বাজলে করুন সুর
বর্ণমালা
ঘুচায় জ্বালা
ঝরায় যে রোদ্দুর।

ফাগুন ঘ্রানে
মায়ের প্রাণে
বাজায় যখন বাশি
মা হেসে কয়
বাংলা আমি
তোমায় ভালোবাসি।
কারন তোমার
জন্য আমার
ছেলের রাঙা খুনে
ঢাকা শহর
ভেসে ছিলো
সেই কবে ফালগুনে ।

মায়ের ছেলের
গায়ের খুনে
কৃষ্ণচুড়ার ডাল
ফাগুন এলে
তাই প্রতিবার
হয় যে ফুলে লাল ।

ফাগুন মানে
আগুন ঝরা
বজ্র কঠিন দিন
যার লাগি আজ
বাংলা ভাষা
বিশ্বে অমলিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।