আমাদের কথা খুঁজে নিন

   

প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক তছির আহাম্মদকে প্রধান তথ্য কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে গত রবিবারের তারিখে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তছির আহাম্মদ আগামীকাল বুধবার নতুন কর্মস্থলে যোগ দেবেন। তিনি প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলামের স্থলাভিসিক্ত হবেন।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম ২০১২ সালের ১৮ জুন প্রধান তথ্য কর্মকর্তা হিসাবে নিয়োগ পান। ১৯৮২ ব্যাচের (নিয়মিত) তথ্য ক্যাডারের কর্মকর্তা তছির আহাম্মদ ২০০৯ সালে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পান। এর আগে তিনি তথ্য অধিদফতরের জ্যেষ্ঠ উপ-প্রধান তথ্য কর্মকর্তা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পরিচালকের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে একই আদেশে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহারকে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.