আমাদের কথা খুঁজে নিন

   

হল পুনরুদ্ধারে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দখলকৃত ছাত্রহলগুলো পুনরুদ্ধারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জবির সহস্রাধিক শিক্ষার্থী।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা চলে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে জবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।

এক পর্যায়ে তারা নয়াবাজারে অবস্থান নেয়। সেখানে প্রায় দেড়ঘণ্টা বিক্ষোভ প্রদর্শনের পর প্রেস ক্লাবের দিকে রওনা দেয় শিক্ষার্থী।

এ ব্যাপারে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীরা এখানে কিছু দাবিতে অবস্থান নিয়েছিল। তবে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর আড়াইটার দিকে তারা চলে যাওয়ার পর গাড়ি চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১টি হল বেদখল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।