আমাদের কথা খুঁজে নিন

   

অ-কবিতাঃ চাইলেই ভোলা যায় না !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!

চাইলেই প্রেমে পড়া যায় !
চাইলেই বলা যায় চল বৃষ্টিতে ভিজি,
হাতে হাত রেখে দুজন চাইলেই হেটে যাওয়া যায় বহুদুর !
আলতো করে বৃষ্টির পানি,
চাইলে মুছে দেওয়া যায় প্রিয়ার নরম ঠোট থেকে !
চাইলের হুট করে বলা যায় চল আজ সারা রাত রিক্সা করে ঘুরি !
সারা রাত জেগে চাইলের প্রিয় মানুষটির ফিসফাস কথা শোনা যায় সবার চোখ এড়িয়ে
অথবা সকালের নরম রোডে মুখ লুকিয়ে শোনা যয়া তার ঘুম জড়ানো কন্ঠ !
চাইলেই আমি পারি !
চাইলেই পারি এক নিমিষে বলতে আর নও তুমি সেই !
চাইলেই কাঁদতে পারি !
হাসতে পারি !
পারি কান্না কে লুকিয়ে আনতে হাসি মাখা মুখ !
চাইলে আমি যে খুব ভাল আছি সেই অভিনয় করতে !

চাইলেই সেই হাত ধরতে পারি আবার
চাইলে হাত ছেড়েও দিতে পারি !
কেবল পারি না তাকে ভুলতে !
চাইলে ভোলা যায় না !
চাইলে তার স্মৃতি টুকু মুছে ফেলা যায় না !

চাইলেই বৃষ্টিতে ভেজা যায়
যায় ছাতা দিয়ে সেই বৃষ্টিকে ঠেকনো !
কিন্তু চাইলেই মনের কাছে তার স্মৃতির আগমন ঠেকানো যায় না !
চাইলে সব কিছু করা গেলেও....
সব কিছু করা যায় না !
চাইলেই ভোলা যায় না !




পরশুদিন আমার "ফলোয়িং লিষ্ট" এর একজনের একটা বড় স্টাটাস পড়ে কবিতাটা লিখতে ইচ্ছে হল ! চাইলেই আসলেই ভোলা যায় না !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।