আমাদের কথা খুঁজে নিন

   

তিশা-রাখির 'বাংলা'

অরনী আর শিরীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে পড়ুয়া দুই বান্ধবী। অরনী পড়েন বাংলায় আর শিরীন পড়েন অর্থনীতিতে। মূলত দুজনের মধ্যকার গল্প নিয়েই আবর্তিত হয়েছে রফিকুল ইসলাম পল্টু রচিত ও তাসলিমা মুক্তা পরিচালিত নাটক 'বাংলা'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই নাটকটির শুটিং শেষ হয়েছে।

নাটকে অরনী চরিত্রে অভিনয় করেছেন তিশা ও শিরীন চরিত্রে অভিনয় করেছেন রেহানা রাখি। নাটকটি ফেব্রুয়ারি মাসেই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। তিশা বলেন, 'বিশেষ দিবসকে ঘিরে নাটকে কাজ করতে আমার সব সময়ই ভালোলাগা কাজ করে। বাংলা নাটকটির গল্প ভালো। আশা করি, দর্শকের ভালো লাগবে।

' রেহানা রাখি বলেন, 'তিশা আপুর সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি। অনেক কো-অপারেটিভ একজন শিল্পী। ' এদিকে আজ ২০ ফেব্রুয়ারি তিশার জন্মদিন। অন্যদিকে ২১ ফেব্রুয়ারি রেহানা রাখির জন্মদিন।

দুজনই নিজেদের জন্মদিন ঘরোয়াভাবে উদযাপন করার পরিকল্পনা করেছেন। তিশা এরই মধ্যে শেষ করেছেন আরিফ খানের পরিচালনায় খণ্ডনাটক 'চোখে চোখ'-এর কাজ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।