আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে ব্যবসা শুরু হতে পারে হোস্টিং রিসেলার দিয়ে!



খুব ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল নিজে নিজে কিছু করবার। যার জন্য একদম ছোট থাকতেই বার বার শুরু করেছি বিভিন্ন কাজ! প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হবার পরেও কাজ করেছি বিভিন্ন ভাবে, শুরু করেছি বিভিন্ন ছোট খাট ব্যবসা। তবে কোনটি নিয়েই আগানোর খুব ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল ভাল কিছু একটা করা।

কম্পিউটারে হাতেখড়ি হবার কিছুদিন পরেই পরিচিত হই ইন্টানেটের সাথে, সেটা ২০০২ সালের কথা।

আস্তে আস্তে মাইক্রোসফট ফ্রন্টপেইজ দিয়ে একসময় তৈরী করা শুরু করি ওয়েব সাইট। ২০০৪ এ সর্ব প্রথম আমি টাকার বিনিময়ে কোন ওয়েব সাইট তৈরী করি। ওয়েব সাইটটি দেখতে পারেন এখানে । এর পর ওয়েব ডিজাইন করেছি বিভিন্ন ছোট-বড় প্রতিষ্ঠানের। ২০১০-১১ তে পর পর কয়েকটি বিদেশী কম্পানির ওয়েব সাইটের কাজ হাতে পাই।

আর তখন যেহেতু আমার বিশ্ববিদ্যালয় পড়া শেষ হবার পথে, তাই সিদ্ধান্ত নিয়েই ফেলি যে ওয়েব ডিজাইন দিয়েই শুরু করব আমার ব্যবসা।

কিন্তু হোচট খাই, কারণ আমি নিজে তখন ডোমেইন হোস্টিং প্রোভাইডার ছিলাম না। অন্যের কাছ থেকে এনে কাজ করতে বেশ সমস্যা হত। তাই ২০১১ সালের এপ্রিলের ১৬ তারিখে নিজের নামের ডোমেইন Shafiul.com দিয়ে শুরু করি ডোমেইন-হোস্টিং রিসেলার ব্যবসা। মাত্র কিছুদিনের মধ্যেই যখন ভাল সাড়া পেতে থাকি, তখন শুরু করি SiteNameBD.com নামে।

এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। আজ অবধি চলছে আমার ব্যবসা।

আমি জানি অনেকেই আছেন যারা ছাত্র অবস্থা থেকেই কিছু করতে চান। কারণ চাকরীর বাজার বর্তমানে খুবই খারাপ। তারা গাইডলাইন পান না কি করে কি করতে হবে।

তাই তাদের জন্যই আজকের এই লেখা। হয়ত এই লেখাটা পড়বার পরই আপনার অনলাইনে ব্যবসা শুরু হতে পারে হোস্টিং রিসেলার দিয়ে!

খরচ!

প্রথমেই খরচের কথা লিখছি, কারণ আমি জানি ছাত্র বা নতুন শুরু করা ব্যবসার জন্য এটাই একটা সমস্যা হয়ে দাড়ায়। ডোমেইন-হোস্টিং রিসেলার হতে খুব বেশী না, কম্পানী ও প্যাকেজ ভেদে ২,০০০ টাকা থেকে শুরু করি ৫,০০০ টাকা পর্যন্ত লাগে। যেমন আমার নিজের SiteNameBD তে যেই প্যাকেজ গুলি আছে তা মাসে মাত্র ২১০ টাকা করে শুরু করা যায়, অর্থাৎ বছরে খরচ পড়ে ২,৫০০ টাকা।

কি জানতে হবে?

ডোমেইন হোস্টিং রিসেলারের ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই কম্পিউটার, ইন্টারনেট, ওয়েব সাইট ইত্যাদি বিষয়ে বেশ কিছু ধারণা থাকতে হবে।

যা এ বিষয়ে অনেক ব্লগ আছে তা থেকে পড়ে শিখে নেওয়া যায়। আর আপনি যদি ইতিমধ্যেই একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বিষয়টি একেবারেই সোজা।

আবার অনেক রিসেলার হোস্টিং প্রোভাইডার তার কাষ্টমারদেরকে শিখিয়েই দেন যে কি কি করতে হবে। শুধুমাত্র মার্কেটিং আপনি যদি ঠিক মত জানেন তাহলেই হল। যেমন আমরা SiteNameBD তে এই কাজটি করি।

আপনি শুরু থেকে আপনার যা যা জানবার দরকার, তা আমরাই আপনাকে বলে দেই। তাতে করে আপনার জন্য শুরু করাটা সুবিধার হয়।

কি করতে হয়?

এখানে মূল কাজটি বেশ সহজ। প্রথমে আপনি হোস্টিং প্রোভাইডার থেকে একটি নির্দিষ্ট প্যাকেজের হোস্টিং কিনবেন এবং সেটিকে বেশ কিছু প্যাকেজে সাজিয়ে তা আপনার কাষ্টমারকে দিবেন। এখানে আপনি যেই প্যাকেজ সাজাবেন তা ১০০, ২০০, ৫০০, ১০০০ এমন মেগাবাইটের হবে।



ধরেন আপনি SiteNameBD থেকে ২.৫ জিবি এর একটি প্যাকেজ কিনলেন। এখন আপনাকে যেটা করতে হবে তা হল, আপনি কি কি ধরণের প্যাকেজ দিতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনার প্যাকেজ তৈরী করতে হবে। এবার আপনাকে ঐটা বিভিন্ন ভাবে মার্কেটিং করতে হবে। কাষ্টমার পেলে তার ডোমেইন রেজিষ্ট্রেশন করে তারপর হোস্টিং এ একটি একাউন্ট করে দিতে হবে। ডোমেইন রেজিষ্ট্রেশন আপনি বিভিন্ন জায়গা থেকে যেমন করতে পারেন, তেমনি কারও কাছ থেকে রিসেলারও নিয়ে নিতে পারেন।

এক্ষেত্রে অবশ্য প্রথমে একটি নির্দিষ্ট অংশের টাকা জমা রাখা লাগে, যার পুরোটাই আপনি ব্যবহার করতে পারবেন।

সাধারনত ডোমেইন রিসেল মূল্য থেকে রিসেলাররা পাইকাড়ী মূল্যে বেশ ছাড় পান। যেমন SiteNameBD তে আমরা যেখানে একটি .com ডোমেইন বিক্রি করি ১,০০০ টাকায়, সেখানে আমরা আমাদের রিসেলারদের কাছে বিক্রি করি মাত্র ৮০০ টাকায়। তবে এর জন্য আপনাকে একবারে ৪,০০০ টাকা জমা দিতে হবে। আর এই ৪,০০০ টাকা দিয়ে আপনি ৫টি .com ডোমেইন কিনে নিতে পারবেন ইচ্ছা খুশি সময়ে।

ডোমেইন রিসেলার হতে হলে এখানে ক্লিক করুন এবং সাইনআপ করুন। আমরাই আপনার সাথে যোগাযোগ করব।

আর কি লাগবে?

ডোমেইন হোস্টিং এর ব্যবসার জন্য আপনার অবশ্যই একটি ওয়েব সাইট লাগবে, যেখানে আপনি আপনার বিভিন্ন প্যাকেজের তথ্য দিয়ে রাখবেন, এবং কাষ্টমাররা আপনাকে খুজে পাবে। আপনি ওয়েব ডিজাইন করতে জানেন না? চিন্তা নেই। ইন্টারনেটে একটু ঘাটলই আপনি অনেক ফ্রি ডোমেইন হোস্টিং সেলিং থিম পাবেন, যেটার সাধারণ কিছু কোড পরিবর্তন করেই আপনি আপনার ওয়েব সাইট শুরু করতে পারবেন।

এটি নিয়ে চিন্তিত হতে হবে না। আর হ্যাঁ যদি আপনি চান, তো যে কোন ওয়েব ডেভলপার/ডিজাইনরা দিয়েই কাজটি করিয়ে নিতে পারেন। যেমন SiteNameBD তে আমরা আমাদের রিসেলারদের মাত্র ৩,০০০ হাজার টাকার বিনিময়ে ডোমেইন হোস্টিং বিক্রির ওয়েব সাইট তৈরী করে দেই।

মার্কেটিং

মার্কেটিংটার শুরুটা একটু ঝামেলার। প্রথম প্রথম আপনাকে একটু সময় নিতে হবে বিক্রির জন্য।

কারণ হচ্ছে আপনি শুরু করলেই লোকজন নিজ ইচ্ছাতেই আপনার ওয়েব সাইটে আসবে এমন না। এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। তবে মার্কেটিং এর একটা কথা আছে, সেটা হল নিজের ঘর থেকে শুরু করা। আপনাকেও এটাই করতে হবে। নিজের পরিবার বা বান্ধু-বান্ধবদের সাহায্যে নিজের নাম যতদূর ছড়িয়ে দেওয়া সম্ভব তা করতে হবে।

যেমন আমি যখন হোস্টিং ব্যবসা শুরু করি, আমার প্রথম কাষ্টমার ছিলেন আমার বড় ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের এক ভাই, যাকে আমি সব সময় নিজের ভাইয়ের মতই দেখি। দ্বিতীয় কাষ্টমার ছিলেন আমার আপনর বড় ভাই। আপনার হয়ত আপন ভাই কাষ্টমার হবে না, তবে একটু খোঁজনিন, দেখবেন আপনার আত্মীয় স্বজন কারও মধ্যেই পেয়ে যাবেন। কারণ এখন সবারই নিজের প্রতিষ্ঠানের জান্য ওয়েব সাইট দরকার হয়।

এরপর আপনি শুরু করুন ফেসবুকে ফ্যান পেইজ দিয়ে।

বন্ধু-বান্ধবদের বলুন লাইক দিতে। আর আপনি সাথে সাথে শুরু করুন ব্লগিং। বিভিন্ন ব্লগে আপনার বিজনেসের কথা লিখুন। তবে সাবধান, সব ব্লগ কিন্তু সরাসরি মার্কেটিং টাইপ পোষ্ট নিবে না। তাই আপনাকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে হবে।

হয়ত এই পোষ্টের মতই একটি পোষ্ট লিখে দিলেন, যার ফলে আপনার মার্কেটিং ও হল, আর লোকজন আপনার সম্পর্কে জানল।

আর সর্বশেষ যেটা করতে পারেন, তা হল ডোর-টু-ডোর মার্কেটিং। বিভিন্ন অফিস খুঁজে বের করুন যাদের ওয়েব সাইট নেই। তাদের নক করুন, দেখবেন বেশ কিছু ক্লায়েন্ট এমনই পেয়ে যাবেন।

প্রফিট হবে কি করে?

অনেকেরই এই ধারণাটা থাকে যে প্রফিট হবে কি করে।

খুবই সহজ বিষয়, আপনি যদি একটি প্যাকেজ ২,৫০০ টাকা দিয়ে কিনেন, সেটি কম পক্ষে ১০ভাগে ভাগ করে আপনি বিক্রি করতে পারবেন। প্রতিটিতে যদি আপনি ৫০০ টাকাও চার্জ ধরেন, তাহলেই তো ৫,০০০ টাকা হয়ে গেল। আর নিজে যদি ওয়েব ডিজাইন করেন, তাহলেতো দেখবেন অনেকেই ওয়েব ডিজাইন সহই ওয়ার্ডার দিবে।

এছাড়া আরও একটা বিষয় আছে, যা আমি আমার ক্লায়েন্ট বাদে কাউকেই বলি না। এবং এই পর্যন্ত আমার কোন ক্লায়েন্টই বসে নেই।

সবাই বেশ ভালই ব্যবসা করছে।

তাহলে কত কি লাগবে?

সব কিছু পড়ার ও বলার পর সবাই এই প্রশ্নটা করেন। তাই আবার বলছি। খরচ বলতে আপনি যদি আমাদের সাথে শুরু করেন, তাহলে মাত্র ২,৫০০ টাকা দিয়েই শুরু করতে পারছেন। আর ডোমেইন রিসেলার নিতে চাইলে এক সাথে ৪,০০০ টাকা জমা রাখা লাগবে, যা আমি একদম শুরুর জন্য রিকমান্ড করি না।

প্রথমে আপনি ক্লায়েন্ট থেকে ১,০০০ টাকা নিয়ে ক্লায়েন্টকে ১,০০০ টাকা দিয়েই ডোমেইন কিনে দেন, পরে যদি ব্যবসা ভাল হতে থাকে, তখন ডোমেইন রিসেলার হবেন। আর হোস্টিং থেকে লাভ তো থাকছেই।

আমার সাথে যোগাযোগ করবেন কি করে?

আমার সাথে যোগাযোগ করতে হলে চারটি উপায়ের যে কোন একটি ফলো করতে পারেন। ১. আমার ওয়েব সাইট: http://sitenamebd.com/contact/ , ২. আমাদের ইমেইল: sales [এ্যাট] sitenamebd.com, ৩. আমাদের ফোন: ০১৯১৪৪৭৫৫৩৪ বা ০১৮১৮০৭৭৯২২, ৪. আমাদের অফিসের ঠিকানা: হাউজ নং ৪০৯ (৪র্থ তলা), রোড নং ২৯, মহাখালী নিউ ডিওএইচএস, ঢাকা।

তো, আজকে এই পর্যন্তই।

আপনারা যারা কম খরচে কিছু করার কথা ভাবছেন, আশাকরি তাদের এই পোষ্টটি কাজে দিবে। আর যদি আপনার কোন বন্ধু-বান্ধব এই ধরণের কিছু খুঁজতে থাকে, তাদেরকে লেখার লিংকটা দিয়ে দিলে তারা উপকৃত হবে। আর আমাদের কাছ থেকে রিসেলার হন বা না হন, আমাদের কাছে ফোনে বিভিন্ন বিষয়ে হেল্প নিতে পারেন। আমরা আপনার সব প্রশ্নের জবাব দেবার চেষ্টা করব। ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।