আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা যাঁরা নিজেদের সর্বেসর্বা ভাবেন

স্বাগতম আমার ব্লগে ঘটনা একঃ ভার্সিটির গেটের সামনে। এক ভিআইপির গাড়ির সাথে ধাক্কা লেগেছে পিকআপ ভ্যানের। ভিআইপি গাড়ি থেকে দুজন লোক নেমে পিকআপের ড্রাইভারকে বেধড়ক পিটাতে লাগলো। দুজনের হাতে দুইটা লাঠি, একজনের কোমরে রিভলভার। মারের চোটে বেচারা ড্রাইভার যখন কাহিল, তখন সজীব রিভলভারঅলা লোকটাকে আটকাতে গেল।

কিছুক্ষণ পর ভার্সিটির দারোয়ান এগিয়ে গেল, লাঠিঅলা এবার দারোয়ানকেও মেরে বসলো। এই ঘটনার সময় আমি ওভারব্রিজের উপরে আড্ডা দিচ্ছিলাম, ততক্ষণে নামতে শুরু করেছি। ঘটনা দুইঃ রিভলভারঅলা জনরোষে পড়েছে। বৃষ্টির মতো কিলঘুসি পড়ছে ওর পিঠে, ঘাড়ে, মুখে। একবার রিভলভার বের করতে গিয়েও পারেনি, পিনাক বামদিক থেকে ওর রিভলভার ধরে আছে।

আমি ধরেছি ডানদিকের শার্টের কলার। ভার্সিটির ছেলেপেলে ক্ষেপে গেছে, এখানে রাখলে এর জীবন রক্ষা করা যাবে না। টেনেহিঁচড়ে ভার্সিটি ভিতরে নিয়ে যাওয়া হল। পাদটীকাঃ ১) সব জায়গায় বীরত্ব ফলাতে নেই। জনগণ ক্ষেপলে খবর আছে।

আমাদের রাজনৈতিক নেতাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিৎ। ২) কম্পিউটারের কী চেপে চেপে হাতে মরিচা পড়ে গিয়েছিল। বহুদিন পর আঙ্গুলে রক্ত-সঞ্চালন বাড়ল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.