আমাদের কথা খুঁজে নিন

   

৫ম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

পঞ্চম ধাপে ৭৪টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ের মিডিয়া সেন্টারে সিইসি সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ রোববার। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ মার্চ বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ বুধবার।

ভোট গ্রহণের তারিখ ৩১ মার্চ সোমবার।

 

ধামরাই উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা

আজকের সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের পাশাপাশি ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যানের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের সঙ্গে সংযোজিত হবে। এ নিয়ে চতুর্থ উপজেলা নির্বাচনে উপজেলার সংখ্যা ৯২টির পরিবর্তে ৯৩টিতে পৌঁছাল।

ধামরাই উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার।

রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ ফেব্রুয়ারি বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ বৃহস্পতিবার। ভোট গ্রহণের তারিখ ২৩ মার্চ রোববার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।