আমাদের কথা খুঁজে নিন

   

ফরদাবাদ এর- তিতাস নদীতে বোয়াল মাছের কাহিনী



জ্বলে ভরপুর তিতাস নদী নিঝুম গভীর রাতে,
মাঝ নদীতে নসু কাজী টেটা নিয়ে হাতে।
একটি বোয়াল মনের সুখে বেড়াচ্ছিল ভেসে,
তাই দেখিয়া ছুড়ল টেটা আনন্দেতে হেসে।
পালিয়ে গেল বোয়াল মাছটি টেটা নিয়ে সাথে,
খোজে ফেরে নিরাশ কাজী মন খারাপ হয় তাতে।
ভোর না হতেই জানা জানি সবার মুখে মুখে,
ভাসবে কখন বোয়াল মাছটি তিতাস নদীর বুকে।
তার পর দিন ভোর সকালে হাজার মিটার দুরে,
দেখতে পেল হানিফি মাঝি ভাসল বোয়াল মরে।
উদ্ধার হল বোয়াল মাছটি শান্ত হল সবে,
তিতাস নদীর এই ঘটনা অমর হয়ে রবে।

এটি একটি সত্য ঘটনা,
আজ থেকে প্রায় ২৫ বছর পুবে ফরদাবাদ উঃ পাড়া তিতাস নদীতে এ ঘটনাটি ঘটে,বোয়াল মাছটির ওজন ছিল ১৫ কেজি। মাছটিকে যিনি আঘাত করেছিলেন তিনি আজও বেচে আছেন আর যিনি মাছটিকে মৃতু অবস্থায় উদ্ধার করেছিলেন তিনি আজ থেকে কয়েক বছর আগেই ইন্তেকাল করেন। মাছটিকে দুই পরিবারের মাঝে আধা আধি করে ভাগ করা হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।