আমাদের কথা খুঁজে নিন

   

একুশ মানে

একুশ মানে দৃপ্ত শপথ উন্নত চির শির,

একুশ মানে হতাশায় গড়া শান্তি সুধার নীড়।

একুশ মানে মিছিল সভা মৃত্যুকে করা বরণ,

একুশ মানে বেদনায় বুকে হৃদয়ে রক্ত ক্ষরণ।

একুশ মানে স্বাধীনতার আলোকিত এক রাত,

একুশ মানে বজ্রমুষ্টির শপথে লাখো হাত।

একুশ মানে পলাশ শিমূল প্রস্ফুটিত ডালে,

একুশ মানে উজান গাঙ্গে হাওয়া নায়ের পালে।


একুশ মানে ঠিকানা , অনেক কিছুই শেখা,

একুশ মানে স্বপ্ন শেষে আবার স্বপ্ন দেখা।

একুশ মানে ঊনসত্তর, একাত্তরের পথ,

একুশ মানে মুক্তিকামীর যাত্রাপথের রথ।

একুশ মানে আগ্নেগিরি জীবন্ত ইতিহাস,

একুশ মানে শোষকের কাছে ভয়ংকরী ত্রাস।

একুশ মানে মানসপটে চেতনার অগ্নিগিরি,

একুশ মানে স্বাধীনতার পথ দেখানো সিড়ি।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।