আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর দীর্ঘতম পেনিস!!!!!!!!!!!!!জোনাহ ফ্যালকন আর দেশভেদে ডিক সাইজ




পৃথিবীর দীর্ঘতম পুরুষাংগটি কার জানেন???আর কেউ না , আমেরিকার জোনাহ ফ্যাল্কন এর। জোনাহ ১৯৭০ সালে নিউ ইয়র্কে জন্ম নেন এবং একজন রাইটার এবং স্ট্রাগলিং এক্টর।

তার ডিক সাইজ সাভাবিক অবস্থায় সাড়ে ৯ ইঞ্চি আর ইরেক্টেড অবস্থায় সাড়ে ১৩ ইঞ্চি!!!!


তিনি নিজেই বলেন পৃথিবীতে আরও অনেকেই থাকতে পারে যাদের পেনিস তার চাইতেও বড় কিন্তু জোনাহ এর টাই এখন পর্যন্ত প্রমানিত।


একবার সান ফ্রান্সিস্কো এয়ারপোর্ট এ চেক ইন এর সময় চেকাররা তার প্যান্টের ভিতর বিশালাকারের লুকায়িত কিছু ধরতে পান। অস্ত্র মনে করে হৈ চৈ বেধে যায়।

পরে যখন ভাল করে দেখা যায় তখন ইমিগ্রেশন অফিসারদের চোখ একেবারে ছানাবড়া!!!

তবে এ নিয়ে পর্ণ স্টার হবার কোন খায়েশ নেই জোনাহ এর। সে এখনো একজন সিরিয়াস একটর হবার চেষ্টা করে যাচ্ছে।

এই যে তার বিশালাকারের পেনিসের জন্য তাকে এতো মানুষ চেনে,হটাত দেখা হলে তাদের রি-একশন কি??? বেশিরভাগই বলে"ক্যান আই সী ইট??"

জোনাহ এর যদি মুড ভাল থাকে আর জিনিসটা যদি কমফোর্টেবল থাকে,তবে দেখিয়েও দেন জোনাহ।

জোনাহর গল্প ত শুনলাম। এবার জাতীয় ব্যাপার এ আসি।

অনেকেই জাতি হিসাবে শারীরিক আকারের ভিন্নতা সম্বন্ধে জানেন। তবে কারও কি জাতিগত পুরুষাঙ্গের গড় আকার সম্পর্কে ধারনা আছে? দেখা যাক রিসার্চ স্ট্যাটিস্টিক কি বলে।

প্রথমেই দেখি পৃথিবীর পেনিস সাইজ ম্যাপ।


এবার শুধু ইউরোপের ম্যাপ।


এবার কিছু দেশের লিঙ্গের সাইজের তুলনামূলক গ্রাফ।

যা দিয়ে সহজেই ব্যাবধানটা আন্দাজ করতে পারবেন।




আয়ারল্যান্ডের একটি ইউনিভার্সিটি ১১৬ টি দেশের পেনিস সাইজ নিয়ে রিসার্চ করে এটা জানার জন্য যে প্রাচীনকাল থেকে যে মিথ প্রচলিত আছে যে আফ্রিকান কান্ট্রিগুলোতে পেনিস সাইজ দীর্ঘতম আর এশিয়ান কান্ট্রিতে ক্ষুদ্রতম তা সত্যি কিনা।




দেখা যায় এই মিথ গুলা ১০০% সত্য। আসলেই শীর্ষ স্থান দখলকারী দেশগুলোর বেশিরভাগই আফ্রিকার আর নিচের সারির দেশ প্রায় সব কটিই এশিয়া মহাদেশের!!!!!!!

আমেরিকা যদিও আমেরিকা যদিও ৯৬ তম অবস্থানে তবে এটার মূল কারন আসলে আমেরিকা নির্দিষ্ট কোন জাতি না,সারা দুনিয়ার সব জাতি মিলেই তারা বাস করে। সাইজ তুলনাকরা উচিত মূলত জাতিরাষ্ট্রে যেমন বাংলাদেশ,ফ্রান্স,জাপান বা স্পেন।



আবার আরেকটি মজার খবর হল,প্রায় সব কটি র‍্যাঙ্কিঙ্ এই বাংলাদেশ ভারতের চেয়ে একটু এগিয়ে!! ;-) এবার দেখা যাক লিস্ট টি।







ভাল থাকবেন আশা করি।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৯৬৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.