আমাদের কথা খুঁজে নিন

   

দিন রাত্রি দুঃখ বুকে ফিরে আসে যে / তাকে দাও এক মুঠো সহজ প্রেম।

জীবনের জন্যই এই সব কথামালা ১. মানুষের বুকে বসতি করে একটি দীর্ঘ দিন, মানুষের বুকে শ্বাস জমায় একটি দীর্ঘ রাত, মানুষের বুকে দিন রাত্রির সূতিকাগার। সাতসকালে পুব আকাশি হাসির রেশ মিলিয়ে সমস্ত দিন পোড়ায় প্রখরতায়, সমস্ত দিন দগ্ধ সময়ের ছাপ রাখে দেহ ফিতায়। আর সাঝবেলাটা, পাখি ফেরার আলো-আধারি একটা মরণ চিহ্ন পুতে যায় চিরকালীন। রাতেরও গল্প থাকে অঢেল দুঃখ লুকানিয়া দুঃখের রকমফের মিলে মিশে শ্মশানিয়া অন্ধকার জমে থাকা বরফখন্ড বসিয়ে যায় হৃদমাজার, মানুষের বুকে গলে-জমে সময়ের দিক বার্তায়। মানুষের বুকে দিন রাত্রির সূতিকাগার, মানুষের বুক সহস্র ব্যথার হিমায়িত আঁধার।

। (মানুষের বুকে দিন-রাত্রির বাস) ২. শব্দের ওপারে যে স্তব্দ বসে থাকে রাতদিন যার চোখে পড়ে না কৃত্রিম - প্রাকৃতিক আলো যে বসে থাকে অপার শূন্যতায় হিমঘর যার শরীরে বাসা গড়ে বৃহদ-অনু সব পোকা তাকে দাও আশ্চর্য পরশ - তিলকে রাখো সাদা-কালোর জীবন। যে বসে থাকে সঙ্গীবিহীন ঝিঝি'র শহর যার চোখ সৃষ্টি করে অজস্র জল রঙা বলয় তাকে দাও সূর্য্য পাড়ে উঠার সোনালি মই, তাকে দাও দূর্মুল্য জ্যোৎস্না আর শালিখের গান তাকে বলো মানুষের জীবন - একটু খানি সংস্পর্শে আলোক ছড়ায় বহুদূর। যার বুকে শ্মশানের ঘ্রাণ তাকে শোনাও ধু ধু প্রান্তরের একমুঠো কবিতা বলো কখনো সমুদ্রের উত্থাল ঢেউ বুকে পুষতে হয়। (স্পর্শ রাখো বেঁচে থাকার) ৩. সবুজ ঘাসে পড়া বৃষ্টি ফোঁটা একটু হাসুক, স্বাগত দিক যে ফিরে আসে বহুপথ ঘুরে আদিতে, তাকে বরণ করুক খেয়ালি পাতার দল, বলুক এমনতর ফিরে আসাটাও সৌন্দর্যের অন্য নাম।

তাকে বিশ্বাস দিক অস্তগামী সূর্য, জানিয়ে দিক ফিরে আসছে আরেক সকালেই, অপেক্ষায় রবে মন খারাপের আকাশ এক রাত্তির, প্রিয়জনের টানে ফিরবে এক সমুদ্র নীল মেঘ। যে ফিরে আসে তার পাশে বসুক রুপসী চাঁদ, বলুক গল্প কথায় জেগে থাকবে নক্ষত্রের সারা রাত জলাশয় থেকে জেগে উঠুক স্তব্দ প্রাণসারি মধ্যরাত্তির, এমনতর যে ফিরে আসে তার বুকে ফুটুক শাপলা শালুক। যে ফিরে আসে ধূলো মেখে প্রথম হাসির টানে... তাকে দিই কবিতার সারি আর এক পৃথিবী সুখ, তাকে দিই সুরেলা প্রেমের এক বিশাল সংকলন। । (ফিরে আসে যে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।