আমাদের কথা খুঁজে নিন

   

PHP security এবং FL studio ভিডিও টিউটোরিয়াল সহ বুঝে নিন দু’টি লেটেষ্ট সফটওয়্যার।ডাউনলোড আজ হবেই।

সবাইকে সালাম ও শুভেচ্ছা। বেশ কিছু সফটওয়্যার হাতে জমেছিলো তাই এত ঘন ঘন আসা। সেগুলো প্রায় শেষের পথে তখন এত ঘন ঘন আসা হবে কি না জানি না। কারন এখন সফটওয়্যার নামানো বিশাল এক যুদ্ধ জয়ের সমতুল্য। বিভিন্ন সাইট ব্লক,আইডিএম সাপোর্ট না করা,প্রিমিয়াম ডাউনলোড চাওয়া ইত্যাদি কারনে সফটওয়্যার এখন সত্যি দূর্লভ হয়ে গেছে।

একসময় বিভিন্ন প্রিমিয়াম একাউন্টের ইমেইল সহ পাসওয়ার্ড পাওয়া যেতো কিন্তু এখন সেগুওলোও দূর্লভ হয়ে গেছে। এখন যা দেই তা অনেক চেষ্টার ফল। কতদিন ধরে রাখতে পারবো জানি না
ফাইল হোষ্টে আপলোড করে বেশ ভালোই লাগতো কারন ওরা ফাইল ডিলেট করতো খুব কম। বেশ সময় সাপেক্ষ ছিলো আপলোড করা কারন সর্বোচ্চ ফাইল আপলোড করা যেতো ১৫০ মেগাবাইট পর্যন্ত। একসঙ্গে ১টার  বেশী আপলোড করা যেত না।

ফলে ধৈর্য্য ধরে চোখ রাখতে হতো  কখন শেষ হয়েছে। বিরক্তিকর ব্যাপার। যাইহোক খালিদ ভাইয়ের পরামর্শে পরীক্ষামূলকভাবে আপাতত পুটলকার এ ট্রান্সফার হলাম। যদি দেখা যায় ফাইল ডিলেট করেনি কিংবা ডাউনলোডে কোন সমস্যা হচ্ছে না তবে আগামীতে পুটলকারেই আপলোড করা হবে। সবকিছুই নির্ভর করছে আপনাদের মন্তব্যের উপর।

এবার মূল টিউনে আসা যাক।

প্রথমেই প্রশ্ন কেন movavi video suite 12 ব্যবহার করবেন?কি আছে এতে?স্বাভাবীক ভাবেই জানতে ইচ্ছে করবে কি আছে এতে?প্রশ্নের প্রেক্ষিতে পালটা প্রশ্ন করা যায় কি নেই এতে?যেহেতু ভিডিও সুইট তাই সংগত কারনেই ধরে নেয়া যায় এর কারবার ভিডিও নিয়ে। তো আসুন কিছু ছবি আর কিছু প্রলাপের মাধ্যমে জানতে চেষ্টা করি।

আমরা প্রথমেই শুরু করছি ভিডিও দিয়ে। দেখুন তো কি নেই এতে? কনভার্টার দিয়ে শুরু করছি।

নীচের ছবিতে দেখুন কোন ফরম্যাটে কনভার্ট করতে চান আপনি?

split দিয়ে দেখুন কি কি করতে পারবেন। যে কোন ভিডিও ফাইল কাটা কিংবা জোড়া লাগাতে পারবেন। ছবি দেখা যাক।

আপনারা তো ভিডিও এডিটিং এর জন্য আলাদা সফটওয়্যার ব্যবহার করেন। যারা প্রফেশনাল নন কিংবা শখের বসে এডিট করতে চান তারা নীচের ছবিটি দেখুন।



উপরে যেগুলো দেখছেন  এটা শুধু effects  এর কারবার। দেখুন আরো অপশন আছে যেমন fades,titeles ইত্যাদি।
এবার আসুন 3D র  ভূবনে। চশমা আছে? না থাকলে কিনে আনুন আর আপনার ডেস্কটপেই নিন 3D র স্বাদ। না না কনভার্ট করতে হবে না শুধু 3D  অপশনে ক্লিক করলেই হবে।



এখানেই শেষ নয় আরো আছে। ছবি দিয়ে স্লাইড শো বানাবেন?এখন থেকে আপনাকে আর তার জন্য অন্য সফটওয়্যার ব্যবহার করতে হবে না। এটি দিয়েই পারবেন।


এছাড়া আপনার তৈরীকৃত ভিডিও কিংবা স্লাইড শো সরাসরি শেয়ার করুন ওয়েবসাইট,ফেইসবুক,ইউটিউব সহ বাকিটা ছবিতে দেখুন

এতক্ষন ভিডিও বিভাগের কিছু অংশের কাজ দেখাতে চেষ্টা করলাম পুরোটা নয়। এরপরে রয়েছে  অডিও,ডেটা এবং ফটো বিভাগ।

সেগুলোর বর্ণনা দিতে গেলে আজকের টিউন মহাভারতে রুপান্তরীত হয়ে যাবে যা আমি চাই না। সেক্ষেত্রে অন্য কিছু আর শেয়ার করা হবে না। আর তাই বাকিটুকু জানতে এখানে ক্লিক করে অফিসিয়াল সাইট থেকে জেনে নিন বিস্তারীত। উল্লেখ্য এই সফটওয়্যারটি দিয়ে আপনি স্ক্রীনক্যাপচার এর কাজও  করতে পারবেন। এবার আসি ডাউনলোডের কথায়।

২২৬ মেগাবাইট । যারা ইচ্ছুক নীচের ফটো লিঙ্ক থেকে নামিয়ে নিন।
ডাউনলোড
পোর্টেবল তাই ব্যবহার করুন কোন প্রকার সমস্যা ছাড়া।

ওয়েবসাইট তো তৈরী করতে পারিনা তাই বিস্তারীত কিছু লিখতে চাচ্ছি না যদি ভুল হয়?তবে খুব আশা করছি যারা ওয়েব ডিজাইনার তাদের কাজে লাগবে আশা করি।


বিস্তারীত তথ্য এবং সবকিছু জানার জন্য এখানে ক্লিক করুন।

এরপর যারা ডাউনলোডে আগ্রহী হবেন তারা নামিয়ে নিন ৫৩৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
ডাউনলোড
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন। এরপর ক্র্যা(ক) লেখা ফোল্ডারে (কি)জেন পাবেন। সেটা খুলুন এবং generate তে ক্লিক করে যে নাম্বার দিবে কপি/পেষ্ট করুন। তবে সবার আগে (কি)জেন এ ভার্সন সিলেক্ট করে নিবেন।



যদি কারো কাজে লাগে এই আশায় শেয়ার।

আমরা সবাই কম বেশী লিন্ডার টিউটোরিয়ালের কথা জানি। কিন্তু আরো যে কিছু কিছু কোম্পানী আছে যারা লিন্ডার চাইতে কোন অংশে কম না সে খবর আমরা অনেকেই জানি না। যাইহোক আজকে infinite skills নামের একটা ভিডিও টিউটোরিয়াল তৈরীর নতুন কোম্পানীর একটি টিউটোরিয়াল আপলোড করলাম। HD  কোয়ালিটিতে তৈরী এই পিএইচপি সিকিউরিটি টিউটোরিয়ালটি  সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

যদি মনে করে থাকেন এর দ্বারা আপনি উপকৃত হবেন তবে নামিয়ে নিন ১১৭২ মেগাবাইটের এই টিউটরিয়ালটি যা ২ খন্ডে আপলোড করা হয়েছে। প্রথম খন্ড ৭০০ এবং দ্বিতীয় খন্ড ৪৭৩ মেগাবাইট।
পার্ট ১
পার্ট ২
এক্সট্রাক্ট করুন এবং শিখুন। ভিডিও কোয়ালিটি বোঝার জন্য একটা স্ক্রীনশট দেয়া হলো।

আর কি এবার হাসিমুখে ডাউনলোড শুরু করুন।



মোহাম্মদ খালিদ হোসাইন ভাই অনেক দিন থেকেই বলে আসছিলেন FL studio  ভিডিও টিউটরিয়াল শেয়ার করতে। খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে ভাবলাম যে মানুষটা ১৬ কোটি মানুষ থেকে ১ জন মানুষকে খুঁজে বের করতে পারে তার জন্য সামান্য একটা টিউটরিয়াল খুঁজে বের করতে পারবো না?মাটি খুঁড়ে হলেও আমি খুঁজে বের করেছি। খালিদ ভাই আগামীতে আরো মাটি খুঁড়বো আপনার জন্য। নিশ্চিন্ত থাকেন।

প্রথমেই একটা অংশবিশেষ দেখে নিন ইউটিউবে। এরপর যদি মনে করেন দরকার তবে পুরো ফাইলটি নামিয়ে নিন।

আর ওয়েবসাইটের লিঙ্ক এখানে কিন্তু ওয়েবসাইটে গিয়ে টিউটোরিয়ালটি খুঁজে পেলাম না। আপনি যদি খুঁজে পান!টোটাল সাইজ ৩০৯ মেগাবাইট।
ডাউনলোড
তাহলে আজ এই পর্যন্তই।

সবাই ভালো থাকুন ||| আল্লাহ হাফেজ |||

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।