আমাদের কথা খুঁজে নিন

   

আ'মরি বাংলা ভাষা (সর্বস্তরে....!)

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

সর্বস্তরে বাংলা চালুর যে আন্দোলন সেটা ঠিক আছে কিন্তু তাই বলে অন্য ভাষার প্রতি অবজ্ঞা দেখিয়ে নয়....বিশেষ করে ইংরেজীর প্রতি তো নয়ই। আমাদের মাতৃভাষার প্রতি আমাদের যে অতুলনীয় আবেগ সেটার প্রতি পূর্ন শ্রদ্ধা রেখেই বলি, শুধুমাত্র ইংরেজী না জানার কারনে আমরা অনেক অনেক পিছিয়ে আছি।

আমরা যারা বাইরে আছি তারা ব্যাপারটা হাড়েহাড়ে টের পাই। অনেক অনেক ভাল ভাল যোগ্যতা সম্পন্ন ছেলে-মেয়েকে দেখেছি/দেখছি শুধুমাত্র ইংরেজীটা ঠিকমতো না জানার কারনে অড জব করতে.....অথচ একই যায়গায় আমাদের পাশের ভারতীয়রা অনেক এগিয়ে। ইভেন ওয়াল্ড মার্কেটে ওরা 'ইন্ডিয়ার ইংলিশ' (অনেকটা সুরেলা ভাষায় ইংরেজী বলা....শুনতে ভালই লাগে!) বলে একটা ব্যাপার স্টাবলিশ করে ফেলেছে। সত্যি বলতে কি এই ইংরেজী ঠিকমতো না জানার কারনে বিলেত এসে আমাকেও অনেক ভুগতে হয়েছে......অনেক কসরত করে আংরেজীটা (কাজ চলানোর মতো!) আয়ত্ব করতে হয়েছে।
.........আমার কেন জানি মনে হয় সর্বস্তরে বাংলা চালুর এই ইমোশনাল চেতনার মাঝে আমাদেরকে পিছিয়ে রাখার একটা চক্রান্ত কাজ করে।

জানিনা আমি সত্যিই জানি না.....! তবে মনে হয় সময় এসেছে সব কিছু নিয়ে নতুন করে ভাবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।