আমাদের কথা খুঁজে নিন

   

যারা একুশ এনেছে

যারা একুশ এনেছে
তারাঁ ভাবেনি আমার ভাষা
কখনও অনাদরিত হবে
কখনও শ্রদ্ধা হারাবে....
অথবা অন্য কোন ভাষার কাছে
নিজের স্বকীয়তা হারাবে....

যাঁরা একুশ এনেছে
চেতনায় ভাষার যতনে
হৃদয় কাপিয়ে, উম্মাতাল ছন্দে
রক্ত বিলিয়ে দিয়ে
একটি ভাষার স্বপ্ন একেঁছে
শুদ্ধ একটি ভাষার জন্য ....।

যারা একুশ এনেছে
তাঁরা সাহসী মায়ের সন্তান হয়ে
বুকটাকে গুলির সামনে পেতে দিয়েছে
তারাঁ আজও আমাদের মনে রয়েছে
শহীদের মর্যাদা নিয়ে

যারা একুশ এনেছে
তাঁরা আজও অমর
যুগের পর যুগ, বছরের পর বছর
অনন্তকাল.... তাঁদের আত্নদানে
লালিত করতে হবে ভালোবেসে
নিজের ভাষার সৌন্দর্যকে পরিস্ফুটিত করতে
বিলিয়ে দিতে হবে প্রতিটি হৃদয়ে
বাংলা ভাষার অমৃত মাধুর্যতাকে ।

যারা একুশ এনেছে
তাদেঁর স্বপ্নকে জাগ্রত করতে
নিজেকে আরো বেশী করে
শক্ত সক্রিয় ভাবে
কাজ করে যেতে হবে ভাষার জন্য ।
(রচনাকালঃ ২০.০২.১৪ইং রাত ১১.৩০মিনিট)

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।