আমাদের কথা খুঁজে নিন

   

নিশুতি—প্রহরী



ফুলের সুবাস ছড়িয়ে —
কালের গন্ডি ডিঙিয়ে—
ডাকছো ফাগুনে —আগুন দহনে
মৌমাছি হয়েছি —কুসুম কাননে ।
মধুর জলজ কামনা—
বাতাসে দিয়েছো ছড়িয়ে। ।
ফুলের সুবাসে নিমগ্ন ত্রিকালে
নতুন কালের সূচনা মেগেছো—তাই
ধূসর দিনের স্মৃতিরা নুপুর পরেছে পায়
সোনালি দিনের সূচনা করবে নতুন গাঁয় ।
আধার দিনের উপমা খুঁজিনা আর
পাখির উষ্ণ পালকে পেলবতার
প্রলেপ দিয়েছে রক্ত করবী,
উদাসী হয়েছি—বিবাগী হয়েছি,
বিরাণ হয়েছি—ত্রিকাল খেয়েছি
রঙিন স্বপ্ন গুলির পালে—
দিয়েছি উতলা হাওয়া—লক্ষ্যে পৌঁছবো বলে
অপেক্ষা কেবল —মধুর লগন আসার
অপেক্ষা কেবল —মাধবী ফুটবে হুলে
আয়স শপথ —রঙিন স্বপ্ন আঁকার
মাধবী—মৌমাছি
নিশুতি—প্রহরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।