আমাদের কথা খুঁজে নিন

   

একুশ

একুশ মানে
মায়ের মুখের হাসি,
একুশ মানে
বাংলাকে ভালবাসি।

একুশ মানে
ফাগুণের আগুন রাঙা ফুল,
একুশ মানে
লক্ষ্য নির্ভুল।

একুশ মানে
রফিক, শফিক, বরকত ও জব্বার ,
একুশ মানে
বাঙালী জাতির অহংকার।

একুশ মানে
মায়ের মুখের ভাষা ,
একুশ মানে
স্বপ্ন, সাধ ও আশা ।

একুশ মানে
প্রভাত ফেরীর মিছিল,
একুশ মানে
আকাশের তারা ঝিলমিল ।

একুশ মানে
ভাষার জন্য জীবন বিসর্জন,
একুশ মানে
পৃথিবীর মানচিত্রে নতুন আয়োজন ।

একুশ মানে
আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গাওয়া
একুশ মানে
নব উদ্যমে সামনে এগিয়ে যাওয়া ।

একুশ মানে
বাঙ্গালির অমর ইতিহাস,
একুশ মানে
মাতৃভাষার সুবাতাস।

একুশ কথার মানে বড় শক্ত
এই একুশেই ঝরেছিল বুকের তাজা রক্ত,
একুশ মোরা ভুলবো না,
একুশ হোক পথ চলার অনুপ্রেরণা ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।