আমাদের কথা খুঁজে নিন

   

ফিজিওথেরাপি চিকিৎসকদের জন্য বিটিজিএমডি শুরু করতে যাচ্ছে বুনিয়াদি প্রশিক্ষণ



ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম এবং অপরিহার্য শাখা। এই চিকিৎসাসেবা আরো সম্প্রসাারণ করতে বাংলাদেশী টিচিং গ্রুফ অব মাসকুলোস্কেলীটাল ডিশওরডার্স (বিটিজিএমডি) ফিজিওথেরাপি চিকিৎসকদের মাসকুলোস্কেলীটাল চিকিৎসায় এক বুনিয়াদি প্রশিক্ষণ দিতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে লেজার ফিজিওথেরাপি সেন্টার ৪৪/৮ পশ্চিম পান্থপথ ঢাকা, এই ঠিকানায় প্রশিক্ষণ শুরু হবে। যাতে একজন ফিজিওথেরাপি চিকিৎসক দেশের প্রত্যন্ত অঞ্চলের মাসকুলোস্কেলীটাল জনীত অসুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা দিতে পারেন।
থেরাপি বলতে সাধারণ মানুষের মধ্যে প্রথমেই যে চিত্র উঠে আসে তা হলো বিভিন্ন রেডিয়েশন বা যন্ত্রের ব্যবহার।

যদিও বহুদিন থেকে তাই হয়ে আসছে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপি সম্পূর্ণ ম্যানুয়াল থেরাপি। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ২০০৯ এর এক জরিপে দেখো গেছে, দেশে প্রতিদিন গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ফিজিওথেরাপি চিকিৎসার উপর নির্ভরশীল।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে শুধুমাত্র ওষুধ সব রোগের পরিপুর্ণ সুস্থতা দিতে পারে না। বিশেষ করে যে সব রোগের উৎস বিভিন্ন মেকানিক্যাল সমস্যা সেসব ক্ষেত্রে ওষুধের ভূমিকা তুলনামূলকভাবে কম।

যেমন: মেরুদ-ের সমস্যা, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, হাঁটু অথবা গোড়ালীর ব্যথা, আঘাত জনিত ব্যথা, বাত-ব্যথা, স্পোর্টস ইনজুরি, হাড় ক্ষয় জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়, পা বাঁকা, গাইনোকলজিক্যাল সমস্যায়, প্রতিবন্ধীতা, বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।

প্রফেসার আলতাফ সরকার
ব্যাকপেইন বিশেষজ্ঞ
সমম্বয়ক
বিটিজিএমডি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.