আমাদের কথা খুঁজে নিন

   

টাঙ্গাইল-৮ এ আ. লীগের প্রার্থী অনুপম শাহজাহান

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে অনুপম শাহজাহান জয়কে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি।

গত ২০ জানুয়ারি দলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই আসনটি শূন্য হয়।

গত বুধবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে দলের মনোনয়ন চূড়ান্ত করার কথা থাকলেও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

ওই বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, দু/এক দিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেতে অনুপম শাজাহান জয় ছাড়াও আব্দুল মালেক মিয়া, মোহাম্মদ আব্দুর রশীদ, জোয়াহেরুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ মিয়া, কোহিনুর হোসেন খান, রফিক-ই রাসেল, প্রকৌশলী আতাউল মাহমুদ, মোহাম্মদ জুয়েল ও হাবিবুর রহমান হাবিব আবেদনপত্র কিনে জমা দেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে শওকত মোমেন এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবম সংসদে তিনি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।