আমাদের কথা খুঁজে নিন

   

ফের গৃহঋণ চালু করলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের বন্ধ হয়ে যাওয়া গৃহঋণ ফের চালু করলেন। ২০০৬ সালে এই স্কিম বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল শনিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মীদের কনভেনশনে যোগ দিয়ে সরকারি কর্মীদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করেন মমতা।

এছাড়া যেসব সরকারি কর্মীদের বারবার বদলি হতে হয়, তাদের ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনওরকম প্রভাব না পড়ে তার জন্য মডেল স্কুল তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে। এই মেয়াদ বাড়িয়ে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত করা হয়েছে যা ২০১৩ সালে শেষ হয়ে গিয়েছিল। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।