আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবের আচরণে সব মহল ক্ষুব্ধ

সাকিব আল হাসানের অশ্লীল ভঙ্গি নিয়ে ক্রীড়াঙ্গনে এখনো তোলপাড় চলছে। বিশ্বের অন্যতম এ সেরা অলরাউন্ডারকে তিন ম্যাচ সাসপেন্ড ও জরিমানা করার পরও সচেতন ক্রীড়ামোদীদের ক্ষোভ কমছে না। সাকিব তার আচরণে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও অনেকে বলছেন ভুল নয় জেনে শুনেই তিনি অশ্লীল দৃশ্য টিভি পর্দায় উপস্থাপন করেছেন। ক্রিকেট বোর্ড বা শুধু সাধারণ ক্রীড়ামোদীরা নয় সাকিবের উপর সরকারসহ সংশ্লিষ্ট সব মহলই ক্ষুব্ধ। মহলও ভীষণ ক্ষুব্ধ।

ব্যস্ততার কারণে সকিবের অশ্লীল দৃশ্য সরকারের নীতিনির্ধারক পর্যায়ে অনেকে সরাসরি দেখতে না পারলেও পরে তারা ভালোভাবে দেখেছেন। বিশেষ করে ফেসবুকে এ দৃশ্যের ভিডিও ফুটেজ সরিয়ে দিলে ব্যাপারটি আর গোপন রাখার উপায় ছিল না। এর আগেও সাকিব আপত্তিকর আচরণ করলেও দলের কথা ভেবে ব্যবস্থা নেওয়া হয়নি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ছাড়াও এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের আসর থাকলেও সাকিবকে ৩ লাখ টাকার জরিমানার পাশাপাশি তিন ম্যাচ সাসপেন্ড করা হয়। সেই শাস্তি হিসেবে ইতোমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে পারেননি।

এরপর এশিয়া কাপে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না।

জানা গেছে বিসিবি প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন প্রয়োজনের সময় সাকিবকে নিষিদ্ধ করা ঠিক হবে কিনা। কিন্তু ঊধর্্বতন মহলের ধমকে তারা বাধ্য হয়েছেন। শুধু তাই নয় ঊধর্্বতন মহল থেকে বলা হয়েছে সাকিবের শাস্তি শেষ হওয়ার পর তাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া ভবিষ্যতে এ ধরনের কাজ করলে আরও কঠিন শাস্তির পথ বেছে নেওয়া হবে। ক্রিকেট এখন শুধু খেলা নয়, দেশের ইমেজের সঙ্গে জড়িয়ে গেছে।

মাঠ ও টিভিতে পুরো পরিবার নিয়ে খেলা উপভোগ করেন এই অবস্থায় কোনো ক্রিকেটারের অশ্লীল ভঙ্গিমা প্রদর্শন কোনোভাবে মেনে নেওয়া যায় না। শুধু সাকিব নয়, সরকারের ঊধর্্বতন মহল লক্ষ্য করছে ক্রিকেটারদের ভেতর যেসব কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা কঠিনভাবে দমন করতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ক্রিকেট ঘিরে কোনো নোংরামি সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।